মুনাফা বাড়লেও লভ্যাংশ বাড়ায়নি স্কয়ার টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইল পিএলসির ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে আগের বছরের তুলনায় মুনাফা বেড়েছে প্রায় ২৯ শতাংশ। মুনাফায় এই বড় পরিবর্তন আসা সত্ত্বেও কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য আগের বছরের হারে ৩২ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে।
বুধবার (২২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশের পাশাপাশি এই লভ্যাংশের ঘোষণা দেওয়া হয়।
আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে স্কয়ার টেক্সটাইলের শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ৭ টাকা ২৪ পয়সা। আগের অর্থবছরের যা হয়েছিল ৫ টাকা ৮৯ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির সমন্বিত ইপিএস বেড়েছে ১ টাকা ৩৫ পয়সা বা ২২ দশমিক ৯২ শতাংশ।
২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ঋণাত্মক ১২ টাকা ৫৯ পয়সা। কিন্তু, সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির কাছে সমন্বিত এমওসিএফপিএস রয়েছে ধনাত্মক ৫ টাকা ২৫ পয়সা। তা সত্ত্বেও কোম্পানিটি সবশেষ অর্থবছরের ধারাবাহিকতায় ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এমএমএইচ/জেডএস