বছরের ব্যবধানে বিকন ফার্মার মুনাফা বেড়েছে ৮২ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য অর্থবছরে আগের বছরের তুলনায় কোম্পানি নিট মুনাফা বেড়েছে প্রায় ৮২ শতাংশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটির আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করা হয়েছে। এতে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বিকন ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৪ টাকা ১০ পয়সা হারে কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯৪ কোটি ৭১ লাখ টাকা। আগের অর্থবছরে ইপিএস ২ টাকা ২৬ পয়সা হারে যা হয়েছিল ৫২ কোটি ১০ লাখ টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে কোম্পানির নিট মুনাফা বেড়েছে ৪২ কোটি ৬১ লাখ টাকা বা ৮১ দশমিক ৭৯ শতাংশ।
৩০ জুন অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৮৬ পয়সা। আগের বছরের একই সময় শেষে যা ছিল ২৬ টাকা ৩৭ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৯৩ পয়সা। আগের বছরের একই সময় শেষে যা হয়েছিল ঋণাত্মক ৭৮ পয়সা।
এদিকে, মুনাফা বাড়ায় ২০২৪-২৫ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ বাড়িয়েছে কোম্পানিটি। আলোচিত অর্থবছরে উদ্যোক্তা ও পরিচালক বাদে শুধুমাত্র সাধারণ সাধারণ বিনিয়োগকারীদের ২১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগের অর্থবছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।
ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য অর্থবছরের অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৩ ডিসেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার আহ্বান করেছে কোম্পানিটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর।
এমএমএইচ/জেডএস