রাজস্ব ফাঁকি : কাস্টমসের যুগ্ম কমিশনার ফখরুল দোষী সাব্যস্ত

দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগে কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেটের যুগ্ম কমিশনার মো. ফখরুল আমিন চৌধুরীকে দোষী সাব্যস্ত করে দণ্ড হিসেবে তিরস্কার দেওয়া হয়েছে।
কমলাপুর কাস্টমস হাউস আইসিডি দায়িত্ব পালনের সময় কর ফাঁকিতে সহায়তায় অভিযোগ এনে বুধবার (১২ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এমন শাস্তির বিষয়ে প্রজ্ঞাপন ইস্যু করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) লক করা আমদানি চালান (বিল অব এন্ট্রি নং সি-১২৩, সি-২৭৭০১ ও সি-২৭৬৯৬) যথাযথ অনুমোদন ছাড়া খালাস দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করেই পণ্যচালান আনলক করে ছাড় দেওয়ার ফলে সরকারের প্রায় ১ কোটি ২৫ লাখ ৪৫ হাজার ৭৮৫ টাকা রাজস্ব ফাঁকি হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, লক থাকার কারণে ওই চালানের কায়িক পরীক্ষা সিআইসি প্রতিনিধির উপস্থিতিতে করা বাধ্যতামূলক ছিল। কিন্তু দায়িত্বে অবহেলার কারণে তা না করেই তিনি আনলক প্রক্রিয়া সম্পন্ন করেন। তদন্ত কর্মকর্তা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। পরবর্তীতে শুনানি, তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-৩(খ) অনুযায়ী অসদাচরণে দোষী সাব্যস্ত করে একই বিধিমালার ৪(২)(১)(ক) ধারা অনুসারে তাকে তিরস্কার দণ্ড দেওয়া হয়। এছাড়া তার বিরুদ্ধে গত ১৩ এপ্রিল থেকে চলমান সাময়িক বরখাস্তের আদেশও প্রত্যাহার করা হয়েছে।
আরএম/জেডএস