সিরামিক এক্সপোর প্রিন্সিপাল স্পন্সর শেল্টেক্ সিরামিকস লিমিটেড

আগামী ২৭ থেকে ৩০ নভেম্বর রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সিরামিক এক্সপো ২০২৫ আয়োজিত হতে চলেছে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সেমিনারে ৪র্থ সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এবারের আসরে প্রিন্সিপাল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে শেল্টেক্ সিরামিকস লিমিটেড।
সেমিনারে বিসিএমইএ সভাপতি ময়নুল ইসলাম দেশের সিরামিক খাতের দ্রুত অগ্রগতির কথা তুলে ধরে এই এক্সপোর মাধ্যমে বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের সক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে প্রিন্সিপাল স্পন্সর শেল্টেক্ সিরামিকস লিমিটেডের পরিচালক (বিক্রয় ও বিপণন) সৈয়দ আলী আবদুল্লাহ জামি এক্সপোর অংশীদার হতে পেরে গর্ব প্রকাশ করে বলেন, “শেল্টেক্ দেশের সিরামিক শিল্পে উদ্ভাবন ও ধারাবাহিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ।”
সেমিনারে উপস্থিত ছিলেন বিসিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশীদ এফসিএমএ ও আব্দুল হাকিম সুমন, ভাইস প্রেসিডেন্ট রাশীদ মাইমুনুল ইসলাম, জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দীন, পরিচালক জিয়াউল হক জিকু এবং মেলার প্রিন্সিপাল স্পন্সর কোম্পানি শেল্টেক্ সিরামিকস লি. এর পরিচালক (সেলস্ অ্যান্ড মাকেটিং) সৈয়দ আলী আবদুল্লাহ জামি, প্লাটিনাম স্পন্সর কোম্পানি ডিবিএল সিরামিকস্ লি. এর হেড অব মার্কেটিং দিদারুল আলম খান, আকিজ সিরামিকস্ লি. এর জেনারেল ম্যানেজার (সেলস্ অ্যান্ড মাকেটিং) আশরাফুল হক এবং মেঘনা সিরামিক ইন্ডা. লি. এর ম্যানেজার (ব্রান্ড) শাহাজাদা ইয়াসির আরাফাত শুভ।
এবারের এক্সপোতে ২৫টি দেশের ১৩৫টি কোম্পানি ও ৩০০টি ব্র্যান্ড অংশ নেবে। থাকছে তিনটি টেকনিক্যাল সেমিনার, জব ফেয়ার, লাইভ ডেমো, বিজনেস মিটিং, র্যাফেল ড্র ও নতুন প্রযুক্তির প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
এসএম
