বাংলামোটরে ‘সিলেকশনস’-এর নতুন ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের গৃহনির্মাণ সামগ্রী ব্র্যান্ডগুলোর অভিজাত এমপোরিয়াম ‘সিলেকশনস’-এর নতুন ফ্ল্যাগশিপ শোরুমের যাত্রা শুরু হলো রাজধানী ঢাকার বাংলামোটরে।
‘সিলেক্ট ফ্রম দ্য বেস্ট’ এই আদর্শকে ধারণ করে ২০২২ সালের অক্টোবরে সূচনা ঘটে ‘সিলেকশনস’-এর। গ্রাহকের নানাবিধ নির্মাণসামগ্রীর চাহিদাকে এক ছাদের নিচে পূরণ করার লক্ষ্যে এরই মধ্যে ঢাকার বনানী, চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোড, সিলেটের মেন্দিবাগ ও পাঠানটুলা, সাভারের শিমুলতলা, টাঙ্গাইলের কেয়া হল রোড এবং কিশোরগঞ্জ সদর– মোট সাতটি ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করা হয়। এবার সেই ধারাবাহিকতায় অষ্টম ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করা হলো ঢাকার বাংলামোটরে। এই ফ্ল্যাগশিপ শোরুমে থাকছে সিরামিক টাইলস, বোর্ড, ডোর, স্যানিটারিওয়্যার, বাথওয়্যার ও টেবিলওয়্যারের বিশাল সম্ভার।
সোমবার (২৪ নভেম্বর) বাংলামোটরে শোরুমটির উদ্বোধন করেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়াছির ট্রেড কর্পোরেশন স্বত্বাধিকারী বিজনেস অ্যাসোসিয়েট মো. হাসান-উর-রশিদ, আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ আশরাফুল হক, রোসা’র হেড অব সেলস বিশ্বজিৎ পাল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তা-কর্মচারীরা।
যাত্রা শুরুর পর থেকেই ‘সিলেকশনস’ গ্রাহকদের মধ্যে বিশেষ আস্থা ও সুনাম অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় বাংলামোটরের এই অত্যাধুনিক ফ্ল্যাগশিপ শোরুমটি ঢাকার নির্মাণসামগ্রীর জগতে একটি নির্ভরযোগ্য ও প্রিমিয়াম গন্তব্যে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। এখানে আকিজ বশির গ্রুপের প্রিমিয়াম মানের টাইলস, স্যানিটারিওয়্যার, ফসেট, বোর্ড, দরজাসহ নানাবিধ পণ্য এক ছাদের নিচে সহজেই পাওয়া যাবে, যা গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ, কার্যকর ও মানসম্মত করে তুলবে।
এসএসএইচ
