খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিজিএমইএর দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
রোববার (৩০ নভেম্বর) বাদ মাগরিব উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, বর্তমান বোর্ডের সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক মজুমদার আরিফুর রহমান, পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, পরিচালক কাজী মিজানুর রহমান, পরিচালক আসেফ কামাল পাশা, পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী, প্রাক্তন পরিচালক আশিকুর রহমান (তুহিন), সাবেক পরিচালক শোভন ইসলাম এবং বিজিএমইএর বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, কো চেয়ারম্যান ও সাধারণ সদস্যরা এ মাহফিলে অংশগ্রহণ করেন।
মাহফিলের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, প্রাক্তন সভাপতি কাজী মনিরুজ্জামান এবং বিজিএমইএর পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী। তারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও দীর্ঘ পথচলায় খালেদা জিয়ার অসামান্য ও আপসহীন অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
মাহফিলে উপস্থিত সবার সম্মিলিত অংশগ্রহণে খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিজিএমইএর পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী।
উল্লেখ্য, আজ (৩০ নভেম্বর) বিজিএমইএর সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুবার্ষিকী হওয়ায় একই মোনাজাতে তার রুহের মাগফিরাত কামনা করেও বিশেষভাবে দোয়া করা হয়।
এমএমএইচ/এসএসএইচ