ভ্যাট সপ্তাহের ক্যাম্পেইনে এক লাখ নতুন নিবন্ধন বাড়াবে এনবিআর

জাতীয় ভ্যাট দিবস (১০ ডিসেম্বর) উপলক্ষ্যে ১০-১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ পালন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়া, এ উপলক্ষ্যে আগামীকাল থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিশেষ নিবন্ধন ক্যাম্পেইন পরিচালনা করবে সংস্থাটি। এই ক্যাম্পেইন থেকে নতুন ১ লাখ বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিন) নিবন্ধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
নিবন্ধনকে গুরুত্ব দিয়ে এ বছরের ভ্যাট দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সময়মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’। এ প্রতিপাদ্যকে গুরুত্ব দিয়ে আগামী ১০ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিশেষ নিবন্ধন ক্যাম্পেইন পরিচালিত করা হবে। বর্তমানে দেশের নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার। ক্যাম্পেইনের মাধ্যমে এই সংখ্যা আরও ১ লাখ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, গত অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের মোট আদায়ের ৩৮ শতাংশই ভ্যাট থেকে আদায় হয়েছে। আর চলতি অর্থবছরের প্রথম মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি ভ্যাট আদায় বেড়েছে।
তিনি বলেন, ভ্যাট আদায় ব্যবস্থাপনা জোরদার করার মাধ্যমে ভ্যাট আদায় বাড়িয়ে দেশের অর্থনীতি মজবুত ও শক্তিশালী করা সম্ভব। করদাতাদের স্বেচ্ছায় কর প্রদান নিশ্চিত করা ও কর ফাঁকি কমানোই এনবিআরের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ডের প্রচেষ্টার পাশাপাশি দেশের সর্বস্তরের ভোক্তা, ব্যবসায়ী, শিল্প মালিক ও প্রচার প্রচারণার মাধ্যমে যুগ উপযোগী সহযোগিতা প্রয়োজন।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এই সচিব আরও বলেন, করদাতারা কর দিলে তা শতভাগ সরকারের কোষাগারে জমা হয়। এখন কর আদায় ব্যবস্থা অনলাইনে হওয়ায় করদাতারা ঝামেলামুক্তভাবেই কর দিতে পারছে৷ গত অর্থবছরে ১৭ লাখ ই-রিটার্ন জমা পড়েছে। চলতি অর্থবছরে সেটি ৪০ লাখে উন্নীত হবে বলে আমরা আশাবাদী। আজকের দিন পর্যন্ত ২২ লাখ ই-রিটার্ন জমা পড়েছে।
চলতি ২০২৫–২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫৫ হাজার কোটি টাকা বাড়ানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যদি আমাদের আয় বাড়াতে না পারি, তাহলে আমাদের রাষ্ট্র ঝুঁকিতে পড়বে। তবে কোনো অবস্থাতেই করদাতাদের প্রতি জুলুম করা হবে না। যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আমরা তাদের থেকে ট্যাক্স বাড়ানোর উদ্যোগ নিয়েছি।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, যে জাতি দেশের জন্য যুদ্ধ করে, সে জাতি দেশের স্বার্থে ট্যাক্স ফাঁকি দিতে পারে না। রাষ্ট্রের স্বার্থ সবার ওপরে। তাই, আমাদের দেশের স্বার্থেই ভ্যাট দিতে হবে।
সংবাদ সম্মেলনে এনবিআর সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) এবং আহ্বায়ক মো. আজিজুর রহমান ও ভ্যাট সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএমএইচ/এমএন