নবায়নযোগ্য জ্বালানি খাতে যৌথ বিনিয়োগে আগ্রহী চীনা শিল্প উদ্যোক্তারা

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে যৌথ বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে চীনের বিভিন্ন শিল্পখাত থেকে আগত বিনিয়োগকারীদের একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল। তারা আগামী জানুয়ারিতে তাদের দেশে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সঙ্গে একটি সভা করার বিষয়েও একমত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উত্তরা ‘বিজিএমইএ কমপ্লেক্সে’ আয়োজিত এক বৈঠকে প্রতিনিধি দলটি এমন আগ্রহ প্রকাশ করেন। এসময় তারা বিজিএমইএ নেতাদের চীনের বড় বড় ফ্যাব্রিক্স উৎপাদনকারী কেন্দ্র পরিদর্শনে আমন্ত্রণ জানান।
বৈঠকে বিজিএমইএর পক্ষে নেতৃত্ব দেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান। আর চীনা প্রতিনিধিদলের পক্ষে নেতৃত্ব দেন বৈশ্বিক ফ্যাশন পার্টনার বেটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ফ্রাঙ্ক য়ি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং পরিচালক ফয়সাল সামাদ, মো. হাসিব উদ্দিন, রুমানা রশীদ ও মোহাম্মদ সোহেল।
অন্যদিকে, চীনের টেক্সটাইল, ফেব্রিক্স ও ব্যাকওয়ার্ড লিংকেজ, আইটি, এআই ও সাপ্লাই চেইন প্রযুক্তি, হাইটেক শিল্প, শিক্ষা ও কারিগরি গবেষণা, আইন পরামর্শ এবং বিরোধ নিষ্পত্তি প্রভৃতি শিল্প ও সেবাখাতের প্রতিনিধিত্বকারীরা সভায় উপস্থিত ছিলেন।
বৈঠকে বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিবিড় যোগাযোগের ওপর গুরুত্ব দেন। তিনি আগামী জানুয়ারি মাসে বেটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে এবং সহযোগিতায় বিজিএমইএ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে একটি নিবিড় সমন্বয় সভা করার প্রস্তাবনা দেন। একইসঙ্গে তিনি শিক্ষা ও গবেষণার জন্য চীনের চেউং কং গ্রাজুয়েট স্কুল অব বিজনেসের সঙ্গে বিজিএমইএ একটি সহযোগিতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করার প্রস্তাবও দেন।
ফয়সাল সামাদ আরও উল্লেখ করেন, যেহেতু বাংলাদেশের পোশাক খাত চীন থেকে ফ্যাব্রিক্স আমদানি করে, তাই অনেক সময় সংশ্লিষ্ট দুই পক্ষের মধ্যে ব্যবসায়িক বিরোধ দেখা দেয়। এই বিরোধ নিষ্পত্তির জন্য চীনা ‘ল ফার্ম’ একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। এতে উভয় দেশের ব্যবসায়ীরা উপকৃত হবেন।
বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে, খরচ কমাতে এবং লিড টাইম কমাতে এমএমএফ ভিত্তিক টেক্সটাইল, কেমিক্যাল ও নবায়নযোগ্য বিদ্যুৎখাতে যৌথ বিনিয়োগে এগিয়ে আসার জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি তিনি এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় এআই চালিত প্রযুক্তি, ইন্টিগ্রাল সাপ্লাই চেইন, থ্রিডি ফটোপ্রোপাইটিং এবং ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের মতো খাতগুলোতে চীনা সহযোগিতা কামনা করেন।
এমএমএইচ/এসএম