এপেক্স ফুটওয়্যারের সেলস কনফারেন্স অনুষ্ঠিত

ঢাকার আশুলিয়ার সামাজিক কনভেনশন সেন্টারে এপেক্স ফুটওয়্যার লিমিটেড-এর বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই সম্মেলনে দেশের সব অঞ্চল থেকে অংশগ্রহণ করেছে দেড় হাজারেরও বেশি এপেক্স পরিবার সদস্য, যা প্রতিষ্ঠানটিকে দেশের ব্যবসায়িক অঙ্গনে- উন্নয়ন ও ঐক্যের এক নতুন অধ্যায়ের প্রতিফলন করেছে।
কনফারেন্সটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীকে গভীর শ্রদ্ধা ও স্মৃতিচারণ দিয়ে শুরু হয়।
নতুন নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে বোর্ড অব ডিরেক্টরসের সর্বসম্মতিক্রমে নির্বাচিত চেয়ারপার্সন গোলাম মাইনউদ্দিন ২৩ এপ্রিল থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন। তার নেতৃত্বে এ বছরের কনফারেন্সে একটি নতুন উদ্যম, অঙ্গীকার ও কৌশলগত দৃষ্টিভঙ্গি প্রাধান্য পেয়েছে।
এই কনফারেন্সে সেলস টার্গেট অর্জনকারী সেলস অ্যাসোসিয়েটদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে, যা কর্মীদের উৎসাহ ও অর্জনের অনুভূতিকে আরও দ্বিগুণ করেছে। কোম্পানির লিডারশিপ টিম- যার মধ্যে ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক- সৈয়দ নাসিম মঞ্জুর, সিইও- ফিরোজ মোহাম্মদ এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার- দিলীপ কাজুরী সহ সকল উচ্চপদস্থ কর্মীরা।
এ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল অর্জনেই বিজয়- যা এপেক্স পরিবারে একতা ও সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার একাগ্রতার মনোভাবকে আরও দৃঢ় করেছে। কর্মীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, পারফরমেন্স অ্যাওয়ার্ডস ও র্যাফেল ড্র-এর মাধ্যমে আনন্দপূর্ণ মুহূর্ত ও পুরস্কারের সুযোগ তৈরি করা হয়।
