কে অ্যান্ড কিউর পরিশোধিত মূলধন বাড়ানোর প্রস্তাবে বিএসইসির অসম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেডের পর্ষদ তাদের পরিশোধিত মূলধন বাড়াতে ৬ শতাংশ স্টক লভ্যাংশের ঘোষণা করেছিল। গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তিতে করে এ লভ্যাংশের ঘোষণা করা হয়েছিল। তবে, কোম্পানিটির সংরক্ষিত মুনাফা তহবিলে পর্যাপ্ত মূলধন না থাকায় এ লভ্যাংশে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। তবে, কোম্পানিটি বিএসইসির কাছে বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য আবেদন জানাবে।
২০২৪-২৫ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ স্টকের পাশাপাশি আরো ৪ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে কে অ্যান্ড কিউ বাংলাদেশ। আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯ টাকা ৪৯ পয়সা। আগের অর্থবছরে যা হয়েছিল ৬৭ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০১ টাকা ৭২ পয়সা।
এদিকে, বিএসইসির এই অসম্মতির সিদ্ধান্তে কোম্পানিটির শেয়ারদর আজ ৮ টাকা ৮০ পয়সা কমে ৩৭২ টাকা ১০ পয়সায় নেমেছে। গত এক বছরে শেয়ারটির দর ১৮২ টাকা ১০ পয়সা থেকে ৪৯৮ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
এমএমএইচ/জেডএস