বিমানবন্দর অভিমুখে মানুষের স্রোত, হেঁটেই যাচ্ছেন নেতাকর্মীরা

প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে এরই মধ্যে বিমানবন্দর এলাকায় জড়ো হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। তবে এখনো থেমে নেই মানুষের আগমন। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বিমানবন্দর অভিমুখে পায়ে হেঁটে মিছিল নিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে ঢল নেমেছে হাজার হাজার নেতাকর্মীর।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সরেজমিনে বিমানবন্দর ও খিলক্ষেত এলাকা ঘুরে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। নেতাকর্মীরা পায়ে হেঁটে বিমানবন্দরের দিকে যাচ্ছেন। এ সময় তাদের ‘লিডার আসছে, রাজপথ কাঁপছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসছেন ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা গেছে।
বিমানবন্দরগামী ইনকামিং ও আউটগোয়িং সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর পুরো বিমানবন্দর সড়ক। নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব পালন করতে দেখা যায় পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন, আনসার, ব্যাটালিয়ন আনসারসহ সেনাবাহিনী সদস্যদের।
নিরাপত্তা জোরদারে বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দপ্তর।
নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে আনসার গার্ডের নিয়মিত সদস্যদের পাশাপাশি গুরুত্বপূর্ণ পোস্ট ও পেট্রোল ডিউটিতে অতিরিক্ত ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
আরএইচটি/জেডএস