পুঁজিবাজারে সপ্তাহের শেষদিনে সূচক সামান্য বাড়লেও লেনদেনে ভাটা

দেশের উভয় পুঁজিবাজার-ঢাকা স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। তা সত্ত্বেও দুই স্টক এক্সচেঞ্জেই সবগুলো সূচক বেড়েছে। তবে, সপ্তাহে শেষদিনে উভয় বাজারে লেনদেন কিছুটা কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১টি শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৮৩টির এবং ৮২টির দর অপরিবর্তিত রয়েছে।
অধিকাংশ সিকিউরিটিজে দরপতন হওয়া সত্ত্বেও আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৯৯ পয়েন্টে অবস্থান নিয়েছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক দেড় পয়েন্ট বেড়ে ১ হাজার ১১ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক দেড় পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন, ডিএসইতে মোট ৪২৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে ৪৬৫ কোটি ৬৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল।
অন্যদিকে, সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স আজ আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৫২ পয়েন্টে অবস্থান নিয়েছে। এছাড়া, এক্সচেঞ্জটির সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৯৪ পয়েন্টে, শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ৮৬০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৮৮ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৬৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৭টির দর বেড়েছে, কমেছে ৭৯টির এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে। এক্সচেঞ্জটিতে আজ ১২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৮০ লাখ টাকা।
এমএমএইচ/এসএম