ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন: ৬ জেলায় বিজয়ীদের হাতে ফ্রিজ ও টিভি হস্তান্তর

দেশজুড়ে চলছে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩। এই ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন পণ্য কিনে ফ্রি পণ্য ও নিশ্চিত উপহার পাচ্ছেন ক্রেতারা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকা, রংপুর, সিলেট, যশোর, কুষ্টিয়া ও মাগুরা জেলার ৯ জন ভাগ্যবান ক্রেতার হাতে আনুষ্ঠানিকভাবে সাইড-বাই-সাইড ফ্রিজ, স্মার্ট টিভি এবং মাইক্রোওয়েভ ওভেনসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়েছে।
উপহারপ্রাপ্ত বিজয়ীরা হলেন— ঢাকার মো. সৌরভ; রংপুরের আব্দুল আজিজ ও সৃষ্টি আক্তার; সিলেটের সুলতানা বেগম, মো. জাকারিয়া ও লিটন মিয়া; যশোরের কবির উদ্দীন; মাগুরার রণজিৎ বিশ্বাস এবং কুষ্টিয়ার রুহুল আমীন।
সংশ্লিষ্ট জেলাগুলোতে আয়োজিত পৃথক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে উপহার তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। প্রিয় তারকার কাছ থেকে উপহার পেয়ে ক্রেতারা উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠানে ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমিন খান বলেন, ওয়ালটন গ্রাহকদের দেওয়া কথা রাখে, আজকের এই আয়োজনই তার প্রমাণ। ওয়ালটন পণ্য এখন বিশ্বের ৫০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। যারা দেশকে ভালোবাসেন, তাঁদের প্রতি আহ্বান— গুণগত মানে সেরা দেশীয় পণ্য কিনুন।"
গত বছরের ২৫ নভেম্বর শুরু হওয়া এই ডিজিটাল ক্যাম্পেইন চলবে চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালীন ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন কিংবা ফ্যান কিনে ক্রেতারা রেজিস্ট্রেশন করলেই পেতে পারেন সাইড-বাই-সাইড ফ্রিজসহ কোটি কোটি টাকার ফ্রি পণ্য ও নিশ্চিত উপহার।
এমএন
