আইডিএলসি ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার

আইডিএলসি ফাইন্যান্সের নতুন নেতৃত্ব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশের আর্থিক খাতের সুপরিচিত ব্যক্তিত্ব কাজী মাহমুদ সাত্তার। এর আগে তিনি প্রতিষ্ঠানটির নমিনেটেড ডিরেক্টর হিসেবে যুক্ত ছিলেন।
আর্থিক খাতে কাজী মাহমুদ সাত্তারের রয়েছে ৪০ বছরেরও বেশি সময়ের সমৃদ্ধ অভিজ্ঞতা। ১৯৮১ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে (মুম্বাই ও মেলবোর্ন) দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলাদেশে প্রতিষ্ঠানটির কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের নেতৃত্ব দিয়েছেন। তাকে দেশের প্রথম ইনভেস্টমেন্ট ব্যাংকিং কাঠামোর প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়।
কাজী মাহমুদ সাত্তার দেশের দুটি শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক— ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ব্র্যাক ব্যাংক, বিকাশ এবং আইপিডিসি ফাইন্যান্সের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও তার বলিষ্ঠ নেতৃত্বের ছাপ রয়েছে। বর্তমানে তিনি আরএসএ অ্যাডভাইজরি ও ব্লু-ওয়েলথ অ্যাসেটসসহ একাধিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে আসীন রয়েছেন।
বাংলাদেশের ব্যাংকিং খাতের আধুনিকায়নে কাজী মাহমুদ সাত্তারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কর্পোরেট ব্যাংকিং ও ট্রেজারি অপারেশনে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা এবং আধুনিক প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণে তিনি পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন।
আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম জামাল উদ্দিন বলেন, কাজী মাহমুদ সাত্তারের মতো অভিজ্ঞ একজনকে চেয়ারম্যান হিসেবে পেয়ে আমরা গর্বিত। তার হাত ধরে আইডিএলসি উদ্ভাবন ও সমৃদ্ধির এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমাদের বিশ্বাস।
এমএন
