এনবিআরের রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক অনুমোদন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে নতুনভাবে গঠিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব এবং জনকাঠামো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হবে।
রাষ্ট্রীয় ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সুনির্দিষ্ট দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে এই দুই বিভাগে কোন ধরনের কর্মকর্তা নিযুক্ত হবেন এবং জনবল পদায়নের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, সে বিষয়েও বিস্তারিত জানানো হবে।
২০২৫ সালের মে মাসে সরকার এনবিআরকে ভেঙে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠন করেছে। এর উদ্দেশ্য কর প্রশাসন আধুনিক করা, রাজস্ব আদায় বৃদ্ধি করা এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। নীতি প্রণয়নের কাজ করবে রাজস্ব নীতি বিভাগ, আর তা প্রয়োগ ও রাজস্ব আদায় নিশ্চিত করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।
রাজস্ব নীতি বিভাগের প্রধান দায়িত্ব হলো কর আইন প্রণয়ন, কর হার নির্ধারণ করা। এছাড়া আন্তর্জাতিক কর চুক্তি তত্ত্বাবধান, কর ফাঁকি রোধে নীতিমালা তৈরি, কর ফাঁকি ও কর ফাঁকির প্রবণতা মূল্যায়নও এ বিভাগের দায়িত্ব। অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব আয়কর, ভ্যাট ও শুল্ক আদায় ও প্রয়োগ, কর আদায় সংক্রান্ত কার্যক্রম পরিচালনা ও নিরীক্ষা করা। এনবিআরের বর্তমান জনবল এই বিভাগে স্থানান্তরিত হবে।
আরএম/এমএন