ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে ৫০০ কোটি টাকার বন্ড তুললো পূবালী ব্যাংক

৫০০ কোটি টাকার পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ডের অর্থ উত্তোলন করেছে পূবালী ব্যাংক। বন্ডটির অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকায় পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক বন্ডের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই বন্ডের অর্থ দিয়ে পূবালী ব্যাংকের টায়ার-টু মূলধন ভিত্তি আরও শক্তিশালী করতে সহায়তা করবে। এর ফলে ব্যাংকটির ঋণ কার্যক্রম সম্প্রসারণসহ সামগ্রিক আর্থিক সক্ষমতা বাড়বে বলছেন সংশ্লিষ্টরা।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীম আলমগীর। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
এসআই/এসএম