বাংলাদেশে অটোমোটিভ শিল্পের ভবিষ্যৎ নিয়ে বিডা ও টয়োটা বাংলাদেশের বৈঠক

টয়োটা বাংলাদেশ লিমিটেড (টিবিএল, একটি টয়োটা টুশো এশিয়া প্যাসিফিক এবং টয়োটা টুশো জাপানের ১০০% বিনিয়োগ) এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে অটোমোটিভ শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন।
সম্প্রতি অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষই দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি, টেকসই মোটরগাড়ি শিল্প এবং ব্যবসায়িক পরিবেশের উন্নতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। টিবিএল-এর পক্ষ থেকে জানানো হয়, তারা উদ্ভাবন, দক্ষতা এবং দায়িত্বশীল ব্যবসায়িক অনুশীলনের মাধ্যমে বাংলাদেশের ক্রমবর্ধমান যোগাযোগ ও গতিশীলতা খাতে সক্রিয় অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিডা চেয়ারম্যান টয়োটা বাংলাদেশ লিমিটেডের এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের শিল্প সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই বিনিয়োগের ক্ষেত্রে বিডার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।
এমএন
