স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডির পুনর্নিয়োগ আটকে দিল কেন্দ্রীয় ব্যাংক

ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ প্রদানসহ নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) মো. হাবিবুর রহমানের পুনর্নিয়োগ আটকে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
চিঠিতে বলা হয়েছে সার্বিক পর্যালোচনায় স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানকে পুনঃনিয়োগে অনুমোদন প্রদান করা গেল না। একই সঙ্গে ব্যাংকে একজন উপযুক্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে ব্যাংকটির বাড়তে থাকা খেলাপি ঋণ, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং ব্যবস্থাপনা সংক্রান্ত অভিযোগের প্রেক্ষাপটে তার পুনর্নিয়োগ নিয়ে শুরু থেকেই বিতর্ক চলছিল। তার পুনর্নিয়োগ নিয়ে ব্যাংকটির ১৬ সদস্যের পর্ষদের দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটি পক্ষ হাবিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে। তারা বলছে, এর আগে ইউনিয়ন ব্যাংকে কাজ করার সময় তিনি ঋণ জালিয়াতিতে জড়িত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিদর্শন প্রতিবেদনের তথ্য বলছে, মো. হাবিবুর রহমান ইউনিয়ন ব্যাংকে কর্মরত থাকাকালে এস আলম গ্রুপের অনুকূলে বড় অংকের অনিয়মিত ঋণ অনুমোদনে সরাসরি জড়িত ছিলেন। এমন অভিযোগ উঠেছে যে, তার নেতৃত্বে একাধিক ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ প্রদানের মাধ্যমে বিপুল অর্থ পাচার করা হয়।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে মো. হাবিবুর রহমান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ইউনিয়ন ব্যাংক লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং তার আগে এনসিসি ব্যাংক লিমিটেড এবং যমুনা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করার পর হাবিবুর রহমান ১৯৮৯ সালের ৯ মে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এ ছাড়া তিনি দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
এসআই/এনএফ