ছাত্রীদের মধ্যে এমটিবি ফাউন্ডেশনের ‘স্বপ্ন সারথি’ সাইকেল বিতরণ

আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৬ উপলক্ষ্যে এমটিবি ফাউন্ডেশন এ বছরের প্রতিপাদ্য ‘দ্য পাওয়ার অব ইয়ুথ ইন কো-ক্রিয়েটিং এডুকেশন’ উদযাপন করেছে বরিশাল জেলার মঠবাড়িয়ার বিভিন্ন স্কুলের সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীদের মধ্যে বিনামূল্যে সাইকেল বিতরণের মাধ্যমে।
এমটিবি ফাউন্ডেশনের ‘স্বপ্ন সারথি (দ্য ড্রিম চ্যারিয়ট)’ কর্মসূচির আওতায় আয়োজিত এ উদ্যোগের মূল লক্ষ্য - “স্কুলে যেতে দূরত্ব যেন বাধা না হয়” –এর মাধ্যমে ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতে ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করা এবং শিক্ষায় তাদের অংশগ্রহণ আরও সহজ করা। এই উদ্যোগের মাধ্যমে এমটিবি ফাউন্ডেশন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৩, ৪, ৫ এবং ১০ অর্জনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী, এমটিবি ফাউন্ডেশনের সহযোগী নাজমুস সাকিব, এমটিবি বরিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফরিদ হোসেন এবং এমটিবি মঠবাড়িয়া উপশাখার ব্যবস্থাপক মো. আবু হানিফ।
এসএসএইচ
