এলপিজির দাম বাড়ছে ৪৯ টাকা, কার্যকর ১ জুলাই থেকে

Dhaka Post Desk

বিশেষ প্রতিনিধি

৩০ জুন ২০২১, ০২:৫৯ পিএম


এলপিজির দাম বাড়ছে ৪৯ টাকা, কার্যকর ১ জুলাই থেকে

দেশীয় ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় করে ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। আগামীকাল ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে এটি কার্যকর করা হবে।

বুধবার (৩০ জুন) এলপিজির নির্ধারিত নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯১ টাকা। যা আগে ছিল ৮৪২ টাকা।

এর আগে ৩১ মে বিশ্ববাজারে দর কমায় এলপিজির মূল্য দ্বিতীয়বারের মতো সমন্বয় করেছিল বিইআরসি। তখন বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ৯০৬ টাকা থেকে কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য ৮৪২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

পিএসডি/এসএম

Link copied