রাজধানীতে শিল্প পুলিশের জোন বাড়ানোর প্রস্তাব

রাজধানীর উত্তরখান, দক্ষিণখান, মিরপুর, মালিবাগ, রামপুরা ও বাড্ডাসহ কিছু এলাকায় এখনও অনেকগুলো পোশাক কারখানা চালু আছে। এসব কারখানার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এলাকায় শিল্প পুলিশের একটি জোন বাড়ানোর প্রস্তাব দিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
বুধবার (৩০ জুন) উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে শিল্প পুলিশের প্রধান হিসেবে সদ্য যোগ দেওয়া অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) মো. শফিকুল ইসলাম বিজিএমইএ সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ প্রস্তাব দেন।
এসময় তারা কোভিড প্রেক্ষাপট ও আসন্ন ঈদুল আযহা সামনে রেখে পোশাক শিল্পের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
বিজিএমইএ সভাপতি বলেন, শিল্প পুলিশ শুরু থেকেই যেভাবে পোশাক শিল্পকে সহযোগিতা দিয়ে আসছে, তা অত্যন্ত প্রশংসাযোগ্য। বিশেষ করে, পোশাক শিল্পে সুষ্ঠু আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং শ্রমিক ও মালিকের মধ্যে সুষম সম্পর্ক বজায় রাখার বিষয়ে শিল্প পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
আলোচনায় বিজিএমইএ সভাপতি বলেন, ডিএমপি এলাকার মধ্যে উত্তরখান, দক্ষিণখান, মিরপুর, মালিবাগ, রামপুরা ও বাড্ডাসহ কিছু এলাকায় এখনও বেশ কিছু পোশাক কারখানা চালু আছে। এসব কারখানার জন্য ডিএমপি এলাকায় শিল্প পুলিশের একটি জোন বাড়ানো যায় কি না, বিষয়টি বিবেচনার জন্য তিনি শিল্প পুলিশ প্রধানকে অনুরোধ জানান।
শিল্প পুলিশের প্রধান শফিকুল ইসলাম বলেন, সব ধরনের পরিস্থিতিতে পোশাক শিল্পে সুষ্ঠু আইন-শৃঙ্খলা পরিবেশ নিশ্চিত রাখতে শিল্প পুলিশ দিনরাত কাজ করছে। পোশাক শিল্পের উৎপাদন কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সেজন্য শিল্প পুলিশ সদা তৎপর। তিনি শিল্প পুলিশের পক্ষ থেকে পোশাক শিল্পকে সম্ভাব্য সব সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
সাক্ষাতের সময় বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান (কচি), সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন এবং পরিচালকরা উপস্থিত ছিলেন।
শিল্প পুলিশের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মাহাবুবুর রহমান, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) এ কে এম আওলাদ হোসেনসহ বিভিন্ন জোনের শিল্প পুলিশ সুপাররা।
এসআই/জেডএস