আধা ঘণ্টায় সূচক বাড়ল ৭৩ পয়েন্ট

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৫ জুলাই ২০২১, ১১:০৫ এএম


আধা ঘণ্টায় সূচক বাড়ল ৭৩ পয়েন্ট

টানা চার দিন ছুটির পর সোমবার (০৫ জুলাই) সর্বাত্মক লকডাউনের মধ্যে প্রথম পুঁজিবাজারের লেনদেন শুরু হয়েছে। এদিন ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীদের পাশাপাশি কর্মকর্তাদের উপস্থিতি কম দেখা গেছে।

তবে পুঁজিবাজারে লেনদেন হচ্ছে বিকল্প পদ্ধতিতে- অর্থাৎ, মোবাইল অ্যাপস, মোবাইল ফোনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। ফলে লকডাউনের সমস্ত শঙ্কা কাটিয়ে বড় উত্থানের পথে হাঁটছে দেশের পুঁজিবাজার।

পূর্বঘোষণা অনুসারে সোমবার সকাল ১০টায় লেনদেন শুরু হয়। শুরু থেকেই ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের সব শেয়ারের দাম বাড়ে। আর তাতে লেনদেনের প্রথম ১০ মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৬৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৯৪ পয়েন্ট।

এরপর একই ধারায় ১০টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে। আধা ঘণ্টায় ডিএসইর সূচক বাড়ে ৭৩ পয়েন্ট। আর সিএসইতে সূচক বাড়ে ১২৮ পয়েন্ট। সূচকের পাশাপাশি উভয় বাজারে বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও। আজ (সোমবার) দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে।

বাজার বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকগুলোর ভালো মুনাফা হয়েছে। পাশাপাশি পুঁজিবাজারে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ আরও এক বছর বাড়ানো হয়েছে। এর প্রভাবে পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে।

ডিএসইর তথ্য মতে, স্বাভাবিক নিয়মেই সকাল ১০টায় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। শুরু থেকে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচকের তেজিভাবের মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ে সূচক বাড়ে ৭৩ পয়েন্ট।

এ সময় ডিএসইতে মোট ৩৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৮০টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। তাতে লেনদেন হয়েছে ৩৮৬ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার টাকা।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় তিন সূচকের মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১৩২৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ২২১৯ পয়েন্টে অবস্থান করছে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৮ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৫২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির শেয়ারের দাম। সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৭৬ লাখ ৩৫ হাজার ৬৭৭ টাকা।

শাকিল রিজভী ব্রোকারেজ হাউজের কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, করোনায় আমরা বিনিয়োগকারীদের ব্রোকারেজ হাউজে না আসার জন্য অনুরোধ করছি। তারপরও বেশ কিছু বিনিয়োগকারী আসছেন। আমরা তাদের স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করাচ্ছি। তারা লেনদেনে করছেন।

লঙ্কা বাংলা সিকিউরিটিজের মতিঝিল শাখার কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া কোনো বিনিয়োগকারীকে অ্যালাও করছি না। সবাইকে মোবাইল ফোনে লেনদেনের মাধ্যমে বিনিয়োগের জন্য অনুরোধ জানিয়েছি।  

এমআই/এইচকে 

Link copied