বেজার নতুন নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনের যোগদান

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৭ জুলাই ২০২১, ০৮:০১ পিএম


বেজার নতুন নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনের যোগদান

শেখ ইউসুফ হারুন

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নতুন নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন। আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন তিনি।

এর আগে, গত ২১ জুন শেখ ইউসুফ হারুনকে বেজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। বেজা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

যোগদান করে প্রথম কর্মদিবসে নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, কোভিড-১৯ মহামারির কারণে দেশ এক অভূতপূর্ব চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এ কঠিন সময়েও বাংলাদেশ অর্থনীতির দিক থেকে তুলনামূলক শক্তিশালী পর্যায়ে রয়েছে। 

তিনি বলেন, সব প্রতিবন্ধকতা কাটিয়ে ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যেতে হবে। এজন্য আধুনিক ও গতিশীল প্রতিষ্ঠান পরিচালনায় নিজেদের যুগোপযোগী করে তৈরির কোনো বিকল্প নেই। ভিশন ২০৪১ বাস্তবায়নে অর্থনৈতিক অঞ্চলগুলো অর্থনীতির আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হবে।
 
এর আগে, শেখ ইউসুফ হারুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং পরবর্তীতে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ’ অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেন তিনি।

পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় এবং পরিবার পরিকল্পনা অধিদফতরেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন শেখ ইউসুফ হারুন। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক হিসেবে পদায়িত থেকে তিনি বেজা, বেপজা, এনজিও ব্যুরো, বিডা এবং পিপিপি কর্তৃপক্ষের সংশ্লিষ্ট সব কার্যক্রমে সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন। এসময় তিনি দেশে ও বিদেশে বিনিয়োগ উন্নয়ন সেমিনার আয়োজনের মাধ্যমে বিনিয়োগ আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিডা আইন এবং প্রাইভেট-পাবলিক পার্টনারশিপ আইন প্রণয়নেও তিনি ভূমিকা রেখেছেন।  

শেখ ইউসুফ হারুন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের দরগাহপুর গ্রামে ১৯৬২ সালের ১৫ মে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগে। ১৯৮৬ সালের অষ্টম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৯ সালে সহকারী কমিশনার হিসেবে সুনামগঞ্জ কালেক্টরেটে যোগদান করেন তিনি। 

পরে কুড়িগ্রাম সদর ও নাটোরের লালপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ঢাকা ও গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে মাঠ পর্যায়ের প্রশাসনে প্রশংসনীয় ভূমিকা রাখেন। চাকরিজীবনের পাশাপাশি সাংগঠনিকভাবেও তিনি দক্ষতার পরিচয় রেখেছেন। তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বাংলাদেশ স্কাউটের সক্রিয় সদস্য হিসেবে বর্তমানে জাতীয় কমিশনার (আইন) হিসেবে এবং বাংলাদেশ টেনিস ফোরামের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত।

এসআর/আরএইচ

Link copied