সাড়ে ৬ হাজার পয়েন্ট ছাড়াল ডিএসইর সূচক

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ ও জ্বালানি এবং ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দাম বৃদ্ধির উপর ভর করে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ আগস্ট) দেশের পুঁজিবাজারে সূচকের বড় উত্থান হয়েছে।
এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ৫৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অর্থাৎ সূচকটির সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেছে। যা ডিএসইএক্স সূচকের নতুন মাইলফলক।
সূচক বাড়ায় ডিএসইর বাজার মূলধনের নতুন রেকর্ড গড়েছে। আগের দিনের চেয়ে ৩ হাজার ৬৯১ কোটি টাকা বেড়ে ৫ লাখ ৪১ হাজার ৫৬২ কোটি টাকায় দাঁড়িয়েছে। শুধু তাই নয়, লেনদেনও হয়েছে দুই মাসের মধ্যে সর্বোচ্চ।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ১৫৬ পয়েন্ট বেড়ে ১৯ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ শেয়ারের দাম ও লেনদেন।
ডিএসইর তথ্য মতে- মঙ্গলবার দিনভর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। এদিন ব্যাংক খাতের ৩১টি কোম্পানির মধ্যে ৩০টির দাম বেড়েছে। আর তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৪ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি শরিয়াহ্ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়েছে।
এদিন ডিএসইতে মোট ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটে মোট ২ হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১৮৭ কোটি ৮৩ লাখ ৭৪ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় দেড়শ কোটি টাকা। যা প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ১০ জুন লেনদেন হয়েছিল ২৬শ কোটি টাকা। এরপর আজ ডিএসইতে সর্বোচ্চ ২৩শ কোটি টাকা লেনদেন হলো।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছে ১৭৮টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ারের দাম।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এরপর ক্রমান্বয়ে ছিল আইএফআইসি ব্যাংক, সাইফ পাওয়ার, অরিয়ন ফার্মা, জেনেক্স ইনফোসিস, ফুয়াং সিরামিক, জিপিএইচ ইস্পাত, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস লিমিটেড।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫৬ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন সিএসইতে ৩২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৬৫টির, কমেছে ১৪১টির আর অপরিবর্তিত রয়েছে ২০টির দাম। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৮০ কোটি ১১ লাখ ৪৬হাজার ৫৮৬ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৭৩ কোটি ৪ লাখ ৩২হাজার ৯৩২ টাকা।
এমআই/জেডএস