শোক দিবসে বিসিকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিসিক ভবনে সংস্থাটির চেয়ারম্যান মো. মোশতাক হাসান রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।
বিসিক প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় (ঢাকা) ও জেলা কার্যালয়ে (ঢাকা) কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিক পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ, পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ড. গোলাম মো. ফারুক, পরিচালক (উন্নয়ন ও সম্প্রসারণ) নেপাল চন্দ্র কর্মকার, বিসিক মহাব্যবস্থাপক, অধ্যক্ষ, স্কিটি ও বিসিক কর্মকর্তা সমিতির আহ্বায়ক প্রকৌশলী শফিকুল আলম, মহাব্যবস্থাপক (বিপণন) অখিল রঞ্জন তরফদার, উপ-মহাব্যবস্থাপক (শিল্পনগরী ও সমন্বয় শাখা) ও মহা-সম্পাদক, বিসিক কর্মকর্তা সমিতি, প্রকৌশলী নাসরীন রহিম, বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি নজির আহম্মেদ ভূইয়া, সাধারণ সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) মো. জসিম উদ্দিনসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসআই/এমএইচএস