ঢাকা কাস্টমসসহ ৩ কমিশনার পদে রদবদল

ঢাকা কাস্টমসের কমিশনারসহ কাস্টমস বিভাগের তিন কমিশনার পদে রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (২২ আগস্ট) এনবিআরের কাস্টমস বিভাগের দ্বিতীয় সচিব আবুল হাশেম স্বাক্ষর করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়েছে, ঢাকা কাস্টম হাউসের কমিশনার মো. মোয়াজ্জেম হোসেনকে যশোর কাস্টমসে, এক্সাইজ ও ভ্যাটে এবং সেখানকার কমিশনার মোহাম্মদ জাকির হোসেনকে খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের (আপীল) কমিশনারেট হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের (আপীল) কমিশনারেটের দায়িত্বে থাকা মোহাম্মদ ফায়জুর রহমানকে পদোন্নতি দিয়ে ঢাকা কাস্টমসের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে একই দিন এক আদেশে আয়কর বিভাগের ২৪ অতিরিক্ত কর কমিশনার ও ১০ যুগ্ম কর কমিশনারকে পদোন্নতি এবং বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
আরএম/এমএইচএস