পুঁজিবাজারে ছন্দপতন

টানা তিন দিন উত্থানের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ আগস্ট) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। ব্যাংক, বস্ত্র ও প্রকৌশল খাতের শেয়ারের দাম কমায় এ দিন সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। ফলে টানা তিন দিন (রবি থেকে মঙ্গলবার) উত্থানের পর পুঁজিবাজারে ছন্দপতন হলো।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ব্যাংক খাতের পতনের দিন বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের চাহিদা বেশি ছিল। ফলে এ দুই খাতের শেয়ারের দামও বেড়েছে। সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত সূচক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়। তবে শেষ দেড় ঘণ্টায় ব্যাংক খাতের পাশাপাশি বস্ত্র, প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি এবং ওষুধ ও রসায়ন খাতের শেয়ার বিক্রির ব্যাপক চাপ ছিল। ফলে এসব কোম্পানির শেয়ারের দাম কমার মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে।
এ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৮ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা কয়েকদিন বাড়ার পর শেয়ারের দাম কিছুটা কমেছে। এটাই পুঁজিবাজারের স্বাভাবিক চিত্র। এটাকে পুঁজিবাজারের ভাষায় মূল্যসংশোধন বলে।
ডিএসইর তথ্য মতে, বুধবার (২৫ আগস্ট) মোট ৩৭৪টির প্রতিষ্ঠানের ৭৭ কোটি ৬৫ লাখ ১০ হাজার শেয়ারের হাত বদল হয়েছে। এর মধ্যে ১৫২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫৭০ কোটি ৬৭ লাখ ৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৭৬২ কোটি ৯০ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমেছে।
বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯৬ পয়েন্ট কমে ৬ হাজার ৮৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ দশমিক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ২ হাজার ৪৫৯ পয়েন্টে অবস্থান করছে।
এ দিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। দ্বিতীয় স্থানে ছিল ইসলামিক ফাইন্যান্স। এরপর সর্বোচ্চ লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার। এরপর যথাক্রমে ছিল শাইনপুকুর সিরামিক,পাওয়ার গ্রিড, রবি, বেক্সিমকো ফার্মা, লাফার্জ-হোলসিম, ম্যাক্সন স্পিনিং এবং ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেড।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট কমে ২০ হাজার ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩২টির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ১০০ কোটি ২২ লাখ ১১ হাজার ৭৬৪ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১১৮ কোটি ৫৯ লাখ ৪৩ হাজার ৯৮৯ টাকা।
এমআই/এসকেডি