একসময় উন্নত দেশগুলো প্রভুর মতো আচরণ করত

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, গত ১২ বছরে আমাদের অর্থনৈতিক উৎকর্ষতা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। একসময় উন্নত বিশ্বের দেশগুলো প্রভু রাষ্ট্রের মতো আচরণ করত, এখন তারা বন্ধুর মতো আচরণ করে।
বুধবার (১ সেপ্টেম্বর) বিডার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিডার মাল্টিপারপাস হলে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এর নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, বিদেশি বিনিয়োগের আগে আমাদের দেখতে হবে ঐ সেক্টরে আমাদের জনগণ, দেশ কতটুকু লাভবান হচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে এখন আমাদের দুর্বল সেক্টরগুলো চিহ্নিত করতে হবে এবং সেই সব খাতে আমাদের অধিক হারে বিনিয়োগ আহ্বান করতে হবে। আমাদের জনশক্তি, জনসম্পদ এবং অর্থনৈতিক উৎকর্ষতার কারণে এখন আমাদের বিদেশিদের উপর নির্ভর করতে হবে না। তারা এমনিতেই বিনিয়োগের জন্য প্রস্তুত, আমাদের জাস্ট বেরিয়ারগুলো রিমুভ করতে হবে। বর্তমানে বাংলাদেশে যে উন্নয়নের ধারা তৈরি হয়েছে তা সম্মিলিতভাবে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা বলেন, এমন একটা সময় ছিল, যখন মানুষ ভিশন-২০২০, ডিজিটাল বাংলাদেশ, পদ্মাসেতু তৈরির কথা শুনে হাসতো। কিন্ত আমাদের প্রধানমন্ত্রী আমাদের আলো দেখিয়েছেন। প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে তা বাস্তবায়ন করে আমাদের সাহস যুগিয়েছেন। মধ্য আয় থেকে এখন আমাদের যাত্রা উন্নত বিশ্বের দিকে। ২০৩১ সালে আমরা উচ্চ মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছি এবং সেই স্বপ্নপূরণ করতে হলে বিনিয়োগের পাশাপাশি আমাদের দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। প্রতিবছর আমাদের নতুন ২২ লাখ তরুণ শ্রমশক্তিতে যোগ হচ্ছে। আমাদের উচিত তাদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা। তাই আমাদের সম্মলিতভাবে কাজ করে যেতে হবে।
সভাপতির বক্তব্যে বিডা চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, শুধুমাত্র বিদেশি বিনিয়োগ প্রমোট করাই বিডার কাজ নয়। বিনিয়োগ বিকাশের লক্ষ্যে স্থানীয় বিনিয়োগসহ, উন্নত বিনিয়োগ পরিবেশ বিনির্মাণ, বিশ্বমানের বিনিয়োগ সুযোগ-সুবিধা সবদিক দিয়ে সার্বিকভাবে, সম্মলিতভাবে কাজ করতে হবে। আমাদের জনশক্তিকে জনসম্পদ হিসবে সর্বোত্তমভাবে কাজে লাগাতে হবে। অধিক হারে বিনিয়োগ বিকাশের লক্ষ্যে ডিজিটাল সার্ভিস দিতে হবে এবং একইসঙ্গে গ্রহীতাকেও ডিজিটাল সেবা গ্রহণের মানসিকতা থাকতে হবে। বিশেষ করে আমরা যারা সরকারি কর্মচারী আছি, আমাদের উপরে অর্পিত দায়িত্ব আমাদের সঠিকভাবে পালন করতে হবে।
উলেখ্য, বাংলাদেশের বেসরকারি খাতকে বেগবান করতে এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ২০১৬ সালের ০১ সেপ্টেম্বর বিনিয়োগ বোর্ড ও বেসরকারিকরণ কমিশন একীভূত করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গঠিত হয়।
এসআর/জেডএস