বহুজাতিক কোম্পানির শেয়ারের উত্থানে চলছে লেনদেন

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন, রবি আজিয়াটা এবং ইউনিলিভারসহ বহুজাতিক কোম্পানির দাম বাড়ায় সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বুধবার (৮ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। বহুজাতিক কোম্পানির পাশাপাশি সূচকের উত্থানকে ত্বরান্বিত করছে বিমা, বস্ত্র, বিদ্যু ও জ্বালানি, আর্থিক প্রতিষ্ঠান ও প্রকৌশল খাতের অধিকাংশ শেয়ার বৃদ্ধি।
ফলে এদিন লেনদেনের পনের মিনিটেই (সকাল ১০টা থেকে ১০টা ১৫ মিনিট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট বেড়ে ৭ হাজার ১৯২ পয়েন্ট অতিক্রম করেছে। যা সূচকটির ইতিহাসে নতুন মাইলফলক। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট বেড়েছে।
সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।
ডিএসইর তথ্য মতে, বুধবার লেনদেন শুরু হয় সূচকের উত্থানের মাধ্যমে। আর তাতে লেনদেনের প্রথম ১৫ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫১ পয়েন্ট। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়েছে।
এ সময়ে ৩৬০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৫২টির, কমেছে ৫৭টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ারের। সবমিলিয়ে ১৫ মিনিটে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২ কোটি ৮১ লাখ ৮৫ হাজার টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৮৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের। এ সময় লেনদেন হয়েছে মাত্র ৬ কোটি ৫৭ লাখ ৬ হাজার ২৩২ টাকা।
এমআই/জেডএস