বিসিকে চলছে এসএমই উদ্যোক্তাদের তৈরি পণ্যের মেলা

রাজধানীতে চলছে তিনদিনের এসএমই পণ্যমেলা। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ভবনে সোমবার শুরু হওয়া ‘ঢাকা এসএমই শো’ নামের এ মেলা আগামীকাল বুধবার শেষ হবে।
করোনায় বিপর্যস্ত দেশের প্রত্যন্ত অঞ্চলের ছোট উদ্যোক্তাদের পণ্য বিক্রি বাড়াতে বিসিকের সহযোগিতায় বাংলাদেশ এসএমই ফোরাম এ মেলার আয়োজন করেছে।
মঙ্গলবার মেলা ঘুরে দেখা যায়, এসএমই’র জেলা প্রতিনিধিরা মেলার স্টলগুলোতে দেশের প্রত্যন্ত অঞ্চলের ছোট ছোট উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শন করছেন। শাড়ি-কাপড়, থ্রি-পিস, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পজাত পণ্যসামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী, বুটিক, বাটিক, মধু, তৈজসপত্র ও পাটজাতসহ ঐতিহ্যবাহী সব দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা।
এসএমই উদ্যোক্তা ফাতেমা খন্দকার নেন্সি ঢাকা পোস্টকে বলেন, ‘আমি লালমনিরহাটের এসএমই সদস্য। জেলার উদ্যোক্তাদের প্রতিনিধিত্ব করছি। এখানে আমাদের তৈরি শাড়ি-কাপড়, থ্রি-পিসসহ বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে। আমাদের পণ্য অনলাইনেও পাওয়া যাচ্ছে। মূলত পণ্য বিক্রি বাড়াতে প্রচারের জন্য মেলায় অংশ নেওয়া। মেলায় ডিলার মূল্যে পণ্য বিক্রি হচ্ছে।
মেলায় আসা আসলাম হোসেন নামের এক দর্শনার্থী ঢাকা পোস্টকে বলেন, মতিঝিলে একটা কাজে এসেছিলাম। বিসিকের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম মেলা বসেছে। দেশীয় পণ্য বিক্রি হচ্ছে। মশারি ও সরিষার তেল কিনলাম। ঘুরছি, পছন্দ হলে অন্য কিছু কিনব। ঐতিহ্যবাহী অনেক পণ্যই বিক্রি হচ্ছে। মেলার পরিসর আরও বড় হলে ভালো হতো— জানান এ দর্শনার্থী।
গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে এসএমই পণ্য মেলা- ২০২১ এর উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান। বাংলাদেশ এসএমই ফোরামের সভাপতি চাষী মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মোহাম্মদ রেজাউল ইসলামসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিসিকের সহযোগিতায় বাংলাদেশ এসএমই ফোরাম এ মেলার আয়োজন করেছে। মেলায় ৩০টি স্টলে ১০০ উদ্যোক্তা তাদের পণ্যের পসরা সাজিয়েছেন। নিজ নিজ জেলার ঐতিহ্যবাহী পণ্য তারা বিক্রি করছেন। তবে করোনাপরিস্থিতি বিবেচনায় এবার আগের তুলনায় কম স্টল রাখা হয়েছে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে।
এসআই/এমএআর