‘সানমি’র সেলস ম্যানেজার হলেন বাংলাদেশের সানিউল জাদিদ

বাংলাদেশসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকা প্রশান্তীয় অঞ্চলে ওভারসিজ সেলস ম্যানেজার হিসেবে বাংলাদেশের মো. সানিউল জাদিদকে নিয়োগ দিয়েছে সানমি। শনিবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
সানমি এই প্রথম বৈশ্বিক বড় ধরনের বাণিজ্যিক কর্মকাণ্ডে বিক্রয় কর্মকর্তা হিসেবে কোনো বাংলাদেশিকে দায়িত্ব দিল।
সানমি টিমে যোগ দেওয়ার আগে সানিউল জাদিদ এডিএ গ্রুপের ডিরেক্টর অব সেলস হিসেবে কাজ করেছেন। কর্মজীবনে তিনি ব্রাইট টেকনোলজিস লিমিটেড, ব্র্যাকনেট লিমিটেড, নোকিয়া ইএ লিমিটেড ও মার্কেট অ্যাকসেস গ্রুপে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
সানমির মূল মন্ত্র পরোপকার এবং এটি একটি আইওটি (ইন্টারনেট অব থিংস) কোম্পানি। বিশ্বে বাণিজ্যের জন্য ইনটেলিজেন্ট হার্ডওয়্যার তৈরিতে শীর্ষস্থানীয় সারিতে রয়েছে এটি। এর প্রতিষ্ঠাতা ও সিইও জ্যাক লিন।
সানমির রয়েছে ডোমেইন এক্সপার্টিজ, ট্যাক্স কালেকশন সলিউশন, অর্ডার ম্যানেজমেন্ট সলিউশন, লার্জার ওয়্যারহাউজ সলিউশন, টিকেটিং সলিউশন, ডেলিভারি ম্যানেজমেন্ট সলিউশন, রিটেইল ম্যানেজমেন্ট সলিউশন, পেমেন্টে ম্যানেজমেন্ট সলিউশন, হোয়াইট লেভেল মার্চেন্ট অ্যাকুইরিং সলিউশন, ই-কেওয়াইসিভিত্তিক লেনদেন ব্যবস্থাপনা, বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন ভিত্তি অপারেশন ম্যানেজমেন্ট সলিউশন ইত্যাদি।
আরএম/এমএইচএস