এশিয়াটিক মাইন্ডশেয়ারের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ জানুয়ারি ২০২১, ০৮:২৮ পিএম


এশিয়াটিক মাইন্ডশেয়ারের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নানা আয়োজনে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে মিডিয়া এজেন্সি প্রতিষ্ঠান এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড। আলী যাকেরের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাজধানীর ঢাকার অফিসে প্রতিষ্ঠানের কর্মীরা আলী যাকের অভিনীত নাটক, তথ্যচিত্র প্রদর্শনী ও তাকে শ্রদ্ধা জানিয়ে মানপত্র পাঠসহ নানা আয়োজনে দিবসটি পালন করেন।

‘পার্পল দিবস’ নাম দিয়ে কর্মীরা সবাই বিভিন্ন শেডের পার্পল কাপড় পরেন, নানা গল্প-কথায় স্মরণ করেন আলী যাকেরকে। শুভাকাঙ্ক্ষীরা ফুল নিয়ে আলী যাকেরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এশিয়াটিক মাইন্ডশেয়ারের অফিসে কেক কাটা হয়। এ সময়ে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন- আসাদুজ্জামান নূর, ইরেশ যাকের, মোরশেদ আলমসহ অনেকেই। অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত ছিলেন সারা যাকের ও শ্রিয়া সর্বজয়া।

প্রসঙ্গত, বাংলাদেশের মিডিয়া ল্যান্ডস্কেপ পরিবর্তনের লক্ষ্য নিয়ে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড গ্রুপ এম ও এশিয়াটিক থ্রি-সিক্সটির যৌথ উদ্যোগে ২০০১ সালের জুনে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে এই সংস্থাটি বাংলাদেশের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডগুলোর জন্য মিডিয়া সল্যুশন তৈরি করে আসছে।

প্রতিষ্ঠানটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে আসাদুজ্জামান নূর, এক্সিকিউটিভ ভাইস চেয়ারপারসন হিসেবে সারা যাকের ও ম্যানেজিং ডিরেক্টর পদে মোরশেদ আলম দায়িত্ব পালন করছেন।

এশিয়াটিক মাইন্ডশেয়ার দেশের অন্যদের চেয়ে এগিয়ে নিজেকে বাংলাদেশের ‘সেরা মিডিয়া এজেন্সি’ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেন অনুষ্ঠানে উপস্থিত ঊর্ধতন কর্মকর্তারা। 

তারা জানান, প্রতিষ্ঠার ২০ বছর পর আজ মাইন্ডশেয়ার বাংলাদেশ গতি, দলবদ্ধতা ও অনুপ্রেরণামূলক সাফল্যের পথে আরও এগিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যাশা করেন।

একে/ওএফ

Link copied