করোনায় এনবিআরের সাবেক সদস্য লতিফের মৃত্যু

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০২১, ০১:১২ এএম


করোনায় এনবিআরের সাবেক সদস্য লতিফের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য আব্দুল লতিফ শিকদার  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সোমবার ঢাকার স্কয়ার হাসপাতালে আইসিইউতে ভেন্টিলেশনে থাকা অবস্থা শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এনবিআরের কুমিল্লা কাস্টমসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

এনবিআর সূত্রে জানা যায়, কাস্টমসের সাবেক সদস্য আব্দুল লতিফ শিকদার ৮৫ বছর বয়সে মারা গেছেন। তিনি বরিশাল ব্রজমোহন কলেজের ছাত্র ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র রেখে গেছেন। তাকে ঝালকাঠি জেলার গুঠিয়ার সন্নিকটে নিজ গ্রামে দাফন করা হবে বলে জানা গেছে। 

আরএম/আরএইচ

Link copied