বিশ্ব বিখ্যাত ‘মারমেইড কফি’ এখন বরিশালে

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

০৭ নভেম্বর ২০২১, ০১:২৬ পিএম


বিশ্ব বিখ্যাত ‘মারমেইড কফি’ এখন বরিশালে

উত্তরের জেলা নওগাঁর পর দক্ষিণাঞ্চলেও পথচলা শুরু করলো কক্সবাজারের বিশ্ব বিখ্যাত ‘মারমেইড কফি’। শনিবার (৬ নভেম্বর) বরিশালের আগরপুর রোডের মুখে মারমেইড কফির আউটলেট উদ্বোধন করা হয়।

কফি শপটি সাজানো হয়েছে থাইল্যান্ডের স্টারবাকস কফি শপের ডিজাইনার মিস্টার বার্নাডকে দিয়ে। কফি প্রেমীদের জন্য প্রতিদিন সকাল নয়টায় খোলা হবে এ শপের দরজা।

মারমেইড কফির পরিচালক আবু বকর সিদ্দিক জানান, ‘মারমেইড’ এখন একটি ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। রিসোর্টের মাধ্যমে যার যাত্রা শুরু কক্সবাজারে। কিছুদিনের মধ্যে ‘মারমেইড কফি’ও মানুষের মুখে মুখে শোনা যাবে। সারা দেশে আমরা ‘মারমেইড কফি’কে পরিচিত করব। গত ২৮ সেপ্টেম্বর নওগাঁয় মারমেইড কফি শপের যাত্রা শুরু হয়। আমরা সেখানে ইতিবাচক সাড়া পাচ্ছি।

কফি যাদের প্রিয় তাদের জন্য চমক থাকছে ‘মারমেইড কফি’ শপে। তিন কাপ ‘মারমেইড কফি’র অর্ডার দিলে ক্রেতারা পাবেন তিনশ টাকার ভাউচার। কক্সবাজার মারমেইড বিচ রিসোর্টে বছরের যে কোন সময় এই ভাউচার ব্যবহার করতে পারবেন। এছাড়া দেড়শ টাকার গিফট কার্ডও কফি শপে পাওয়া যাবে। ক্রেতারা এ কার্ড উপহার হিসেবে প্রিয়জনকে দিতে পারবেন। দেশের যেকোনো শাখায় এই কার্ডের বিনিময়ে কফি পাবেন বলে জানান আবু সিদ্দিক।

এদিকে ‘মারমেইড কফি’ শপের পরিবেশ দেখে অভিভূত বরিশালবাসী। তারা শপের ডিজাইনের প্রশংসা করে জানান, বরিশালে ‘মারমেইড কফি’ শপ অবসর আড্ডায় বাড়তি মাত্রা যুক্ত করবে। সাধারণত ঢাকার বাইরে এমন দৃষ্টিনন্দন কফি শপ দেখা যায় না। বরিশালে মারমেইড কফির সুনাম অচিরে ছড়িয়ে পড়বে বলে আশা করছি। 

‘মারমেইড কফি’ শপে সিগনেচার কফিগুলোর পাশাপাশি আরও রয়েছে কোল্ড কফি, আইস টি, আজোয়া, ব্রাউনি, মাফিন, স্যান্ডউইচসহ বিভিন্ন হালকা খাবার।

‘মারমেইড কফি’ শপে থাকছে বিকাশের মাধ্যমে পেমেন্টের সুবিধা। হটলাইনে ফোন করে এবং ফুডপান্ডায় অর্ডার করলে পৌঁছে যাবে ‘মারমেইড কফি’। বরিশাল শপের হটলাইন নম্বর- ০১৮১০০৩১০০২।

আইএসএইচ

Link copied