হাউস বিল্ডিং ফাইন্যান্সের মূলধন ১ হাজার কোটি টাকা হচ্ছে

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৭ নভেম্বর ২০২১, ১০:৩০ পিএম


হাউস বিল্ডিং ফাইন্যান্সের মূলধন ১ হাজার কোটি টাকা হচ্ছে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল/ ফাইল ছবি

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) ঋণ দেওয়ার সক্ষমতা বাড়াতে অনুমোদিত মূলধনের পরিমাণ ১ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ ৫০০ কোটি টাকা করা হচ্ছে বলে জানিয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বর্তমানে অনুমোদিত মূলধন ১১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনও ১১০ কোটি টাকা রয়েছে।

রোববার (৭ নভেম্বর) বিএইচবিএফসির ঋণের কিস্তি সোনালী ই-সেবার মাধ্যমে অনলাইনে জমা ব্যবস্থার উদ্বোধনকালে অর্থমন্ত্রী এ তথ্য জানান। রাজধানীর দিলকুশার হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে ভার্চুয়া‌লি যুক্ত হয়ে এ সেবার উদ্বোধন করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, মানুষের মৌলিক অধিকার হিসেবে মানসম্মত বাসস্থানের গুরুত্ব অপরিসীম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের সর্বস্তরের মানুষের উন্নত জীবনের স্বপ্ন দেখেছিলেন। স্বাধীনতার পরপরই যুদ্ধ-বিধ্বস্ত গৃহহারা মানুষের জন্য আশ্রয়ের ব্যবস্থা করতে তিনি গুচ্ছগ্রাম পরিকল্পনা হাতে নেন। আমাদের সংবিধানে মানুষের সকল মৌলিক চাহিদা ও অধিকারের সন্নিবেশ করেন। এ চাহিদা পূরণ এবং অধিকারের বাস্তবায়ন নিশ্চিত করতে তিনি কার্যকর উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করেন। তিনি গৃহ নির্মাণে সরকারি পর্যায়ে ঋণ সহায়তা প্রদানের লক্ষ্যে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পুনর্গঠন করেন। এছাড়াও তিনি গৃহীত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনায় বাসস্থান সংস্থানের বিষয়টিও অন্তর্ভুক্ত করেন। বর্তমান প্রধানমন্ত্রী বস্তিবাসীদের জন্য স্বল্পমূল্যে ফ্লাট নির্মাণ প্রকল্প থেকে শুরু করে সরকারি কর্মচারীদের জন্য গৃহঋণ, গৃহহীন জনসাধারণের জন্য আশ্রয়ণসহ সকল স্তরের মানুষের জন্য গৃহ ঋণের সংস্থান করেছেন।

Dhaka Post

অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ঋণ সহজীকরণের পথে সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে সে মতে পদক্ষেপ গ্রহণ করে, ২০২০-২০২১ অর্থবছরে ব্যবসায়িক অর্জন নির্দেশক সকল সূচকে অভাবনীয় সাফল্য অর্জন করেছে জেনে আমরা আনন্দিত এবং গর্বিত। আশা করছি, সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

তিনি বলেন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যখন যাত্রা শুরু করেছিল, এর অনুমোদিত মূলধনের পরিমাণ ১১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ ১১০ কোটি টাকা ছিল। এ বিষয়ে একটি আইন জাতীয় সংসদের প্রক্রিয়াধীন রয়েছে, যেটি প্রায় একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আশা করা যায়, আইনটি পাস হলে বিএইচবিএফসির অনুমোদিত মূলধনের পরিমাণ ১০০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ ৫০০ কোটি টাকা হবে।

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মাে. আফজাল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মােহাম্মদ মুসলিম চৌধুরী, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার (ভার্চুয়া‌লি), আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মােহাম্মদ সলীম উল্লাহ, সোনালী ব্যাং‌কের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মাে. সেলিম উদ্দিন বক্তব্য রাখেন।

এসআই/এসকেডি

Link copied