করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় উদযাপিত হবে ভ্যাট দিবস

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৪ নভেম্বর ২০২১, ১২:৪৫ এএম


করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় উদযাপিত হবে ভ্যাট দিবস

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবারের ভ্যাট দিবস উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সীমিত পরিসরে আয়োজিত ভ্যাট দিবসে প্রধান অতিথি হিসাবে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির এক সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

যদিও করোনা প্রার্দুভাবের কারণে এ বছরে আয়কর মেলা কিংবা ৩০ নভেম্বর আয়কর দিবস আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় এনবিআর। প্রতিবছর ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস উদযাপন করে থাকে এনবিআর। 

নভেম্বরের প্রথম সপ্তাহে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সভাপতিত্বে এক আলোচনা সভায় আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্তগুলো হলো-

>> করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় এবারের ভ্যাট দিবস সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে।

>> অর্থমন্ত্রীর অনুমোদনক্রমে ভ্যাট দিবসের প্রধান অতিথি নির্বাচন করা হবে। এফবিসিসিআইর প্রেসিডেন্ট ও অন্যান্য স্টেকহোল্ডার বিশেষ অতিথি থাকবেন।

>> ভ্যাট দিবসের মূল অনুষ্ঠান রাজধানীর হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ের পরিবর্তে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষ অথবা সুবিধাজনক কোনো স্থানে অনুষ্ঠিত হবে।

>> সর্বোচ্চ মূসক প্রদানকারী করদাতাকর সম্মাননা, ক্রেস্ট ও সার্টিফিকেটের প্রদান করা হবে ।

>> জনগণকে ভ্যাট প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে সচেতনতামূলক টিভিসি প্রস্তুত করা হবে।

আরএম/ওএফ

Link copied