‘শিল্প খাতে দক্ষ মানবসম্পদের অভাব প্রকট’

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ নভেম্বর ২০২১, ০৯:২১ পিএম


‘শিল্প খাতে দক্ষ মানবসম্পদের অভাব প্রকট’

শিল্প খাতে দক্ষ মানবসম্পদের অভাব প্রকট, তাই মানবসম্পদের দক্ষতা উন্নয়নে বিদ্যমান পাঠ্যক্রমের আধুনিকায়ন অতি জরুরি বলে মনে করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ডিসিসিআই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) মধ্যকার এ সংক্রান্ত একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান এবং আইবিএর পরিচালক প্রফেসর মোহাম্মদ মোমেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সহযোগিতা স্মারকে স্বাক্ষর করেন।

স্বাক্ষরিত সহযোগিতা স্মারক অনুযায়ী, দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে শিল্প ও শিক্ষাখাতের যৌথ প্রয়াসে প্রতিষ্ঠান দুটি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে। এছাড়াও ডিসিসিআই এবং আইবিএ যৌথভাবে গবেষণা, সেমিনার, কর্মশালা, মেলাসহ বিভিন্ন বাণিজ্য আলোচনা সভার আয়োজন করবে। এ স্মারক অনুযায়ী, আইবিএর শিক্ষার্থীদের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ইন্টার্নি সুবিধা প্রদান করবে।

অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি বলেন, দেশের বিকাশমান অর্থনীতির গতিধারা আরও বেগবান করতে শিল্প ও শিক্ষাখাতের মধ্যকার দূরত্ব কমাতে হবে। দেশে শিল্পায়নের প্রসারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সমূহে আরও বেশি হারে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করতে হবে।

তিনি বলেন, আমাদের শিল্পখাতে দক্ষ মানবসম্পদের অভাব প্রকট, এ অবস্থায় শিল্পখাতের প্রয়োজনের নিরিখে মানবসম্পদের দক্ষতা উন্নয়নে বিদ্যমান পাঠ্যক্রমের আধুনিকায়ন অতি জরুরি।

অন্যদিকে আইবিএর পরিচালক প্রফেসর মোহাম্মদ মোমেন বলেন, কোভিড-১৯ মহামারি, তথ্য-প্রযুক্তি খাতে ক্রমাগত উন্নয়ন, আঞ্চলিক বাণিজ্য প্রতিযোগিতা এবং পরিবর্তিত বিশ্ব অর্থনীতির কারণে আমাদের ব্যবসা-বাণিজ্যের কার্যক্রমে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তা মোকাবিলায় উদ্যোক্তাদের অবশ্যই মানবসম্পদের দক্ষতা উন্নয়ন, নতুন পণ্য উদ্ভাবন ও বাজার সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে। এছাড়াও দেশে একটি ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে সহায়ক নীতিমালা প্রণয়ন এবং নীতিমালার যুগোপযোগীকরণের উপর তিনি জোরারোপ করেন।

ডিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি এন কে এ মবিন, সহ-সভাপতি মনোয়ার হোসেন, পরিচালক গোলাম জিলানী, আইবিএর অধ্যাপক শেখ মোরশেদ জাহান এবং অধ্যাপক ড. রিদওয়ানুল হক এ সময় উপস্থিত ছিলেন।

আরএম/এসকেডি

Link copied