‘পিপিপি ফাইন্যান্সিং পার্টনারশিপ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন মিলনায়তনে ‘পিপিপি ফাইন্যান্সিং পার্টনারশিপ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারি ও বেসরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এ কর্মশালায় অংশগ্রহণ করে। এ সময় পিপিপি প্রকল্পগুলোতে সম্ভাব্য অর্থায়নের সুযোগ হিসেবে ইতিবাচকভাবে বিবেচনা করতে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম। সভাপতিত্ব করেন সচিব ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওএফ
