আট খাতের শেয়ারের দর বৃদ্ধিতে ঊর্ধ্বমুখী সূচক

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। এর ফলে চলতি সপ্তাহে টানা দুদিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলো। এর আগে সপ্তাহের প্রথম তিনদিন সূচকের পতন হয়েছিল।
বৃহস্পতিবার লেনদেনের শুরুতে টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন, রবি আজিয়াটা কোম্পানির পাশাপাশি প্রকৌশল, বীমা, আর্থিক প্রতিষ্ঠান খাত এবং মিউচুয়াল ফান্ড খাতসহ আট খাতের প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। আর তাই গতকালের চেয়ে বেড়েছে সূচক ও লেনদেন।
উল্লেখ্য পুঁজিবাজারে ২০টি খাত তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে আজ আটটি খাতের দেড়শ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এছাড়াও ব্যাংক, বস্ত্র এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানির শেয়ারের মিশ্র প্রবণতায় লেনদেন হচ্ছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে জন্য মার্জিন ঋণের সুদ হার কমানোর সিদ্ধান্ত জুন পর্যন্ত স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি বিদেশি একটি ব্যাংক পুঁজিবাজারে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে এমন খবরে লেনদেনে সক্রিয় হয়েছে ব্রোকারেজ হাউজগুলো।
বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত দেখা গেছে, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২৯০ কোটি ৯ লাখ টাকা। এ সময় ডিএসইতে ৩২৩টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১৯৪টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।
বেশিরভাগ শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৪ পয়েন্ট, ডিএস-৩০ সূচক বেড়েছে ২৪ পয়েন্ট।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেন হয়েছে ১০ কোটি ১০ লাখ টাকার। এর আগের দিন বাজারটিতে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৩৮ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক ১২৬ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৭১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ১৭টির, অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম।
এমআই/এমএইচএস