ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ড পেল উপায়

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

২৮ নভেম্বর ২০২১, ০৭:০৩ পিএম


ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ড পেল উপায়

মাল্টি ওয়ালেট ফিচার সুবিধার জন্য ‘ফিনটেক ইনোভেশন অব দি ইয়ার’ পুরস্কার পেয়েছে মোবাইল ফিনান্সিয়াল প্রতিষ্ঠান ‘উপায়’। 

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম রোববার (২৮ নভেম্বর) হোটেল শেরাটনে ফিনটেক অ্যাওয়ার্ড-২০২১ অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপায়ের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদুল হক খন্দকার পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার পেয়ে সাইদুল হক খন্দকার বলেন, এ পুরস্কার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। নতুন এমএফএস ব্র্যান্ড হিসেবে উপায় সবসময় গ্রাহকের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে নতুন নতুন সেবা নিয়ে আসার ক্ষেত্রে সর্বোচ্চ মনোযোগী। মাল্টি ওয়ালেট সে ধরনেরই একটি অনন্য সেবা। এটা গ্রাহকের জন্য অতি সাশ্রয়ী ও সুবিধাজনক। এখানে গ্রাহক তার অ্যাকাউন্টে বিভিন্ন উৎস থেকে আগত অর্থ যেমন স্যালারি, রেমিট্যান্স ও ডিজবার্জমেন্টের পরিমাণ দেখতে পারছেন, পাশাপাশি এজেন্ট পয়েন্ট এবং ব্যাংকের এটিএম বুথ থেকে কম খরচে ক্যাশ-আউট করতে পারছেন।

দেশজুড়ে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানের লক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গত বছরের জুলাই মাসে ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড নামক একটি সাবসিডিয়ারি গঠন করে। এ বছরের মার্চ মাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কোম্পানিটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। 

আইএসএইচ

Link copied