বিআইএসএ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা

বাংলাদেশ ইনস্যুরেন্স সার্ভেয়ার্স অ্যাসোসিয়েশন (বিআইএসএ) নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর। নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বৃহস্পতিবার সন্ধ্যার পর এক মতবিনিময় সভার আয়োজন করে নাসের-মোহন পরিষদ।
বীর মুক্তিযোদ্ধা ও ড্যানিয়েল সার্ভেয়ার্সের প্রধান জরিপকারী এ.টি.এম. মনসুর আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আতাউর রহমান, এফবিসিসিআইয়ের পরিচালক হারুন-অর-রশিদ ও এফবিসিসিআইয়ের জিবি মেম্বার মো. আতিকুল ইসলাম বাছির।
মতবিনিময় সভার আয়োজনকারী নাসের-মোহন পরিষদে রয়েছেন পূর্বাশা ইন্সপেকশন কোম্পানির মো. আবু নাসের এবং রাহাদ ইন্সপেকশন কোম্পানির খন্দকার আমিনুল হক (মোহন)।
আরএইচ