আর্থিক সেবা খাতে আইসিএবির পুরস্কার পেল বাংলাদেশ ফাইন্যান্স

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর ২০২১, ১০:২৭ পিএম


আর্থিক সেবা খাতে আইসিএবির পুরস্কার পেল বাংলাদেশ ফাইন্যান্স

সাফল্যের ধারাবাহিকতায় ‘আর্থিক সেবা খাতে’ শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতে নিল বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। ২০২০ সালে সেরা আর্থিক প্রতিবেদন প্রকাশের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ফাইন্যান্সকে এই স্বীকৃতি দিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।

আজ শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ১৫টি ক্যাটাগরিতে মোট ৩১টি প্রতিষ্ঠান ও সংস্থাকে পুরস্কার দেয় আইসিএবি।

‘আর্থিক সেবা খাতে’ বাংলাদেশ ফাইন্যান্স দ্বিতীয় স্থান অর্জন করেছে; এ খাতে প্রথম হয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড আর তৃতীয় পুরস্কার পেয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিং।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে দ্বিতীয় সেরার পুরস্কার নেন প্রতিষ্ঠানটির পরিচালক ইকবাল ইউ আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব শেখ মো. সেলিম উল্লাহ, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, আইসিএবির সভাপতি মাহমুদুল হাসান খসরুসহ অন্যরা। 

পুরস্কারপ্রাপ্তদের তালিকায় আরও রয়েছে- সরকারি ব্যাংক খাতে জনতা ও রূপালী ব্যাংক লিমিটেড; বেসরকারি ব্যাংক ক্যাটাগরিতে শাহজালাল ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া ও ব্র্যাক ব্যাংক লিমিটেড; ম্যানুফ্যাকচারিং খাতে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, আরএকে সিরামিকস ও রেকিট বেনকিজার; ইনস্যুরেন্স খাতে গ্রীণ ডেল্টা রিল্যায়েন্স ও প্রাইম ইনস্যুরেন্স কোম্পানি; ডাইভারসিফায়েড হোল্ডিংস খাতে এসিআই লিমিটেড, কমিউনিকেশন; আইটি খাতে গ্রামীণ ফোন লিমিটেড; পাবলিক সেক্টরে ইনভেস্টমেন্ট করপোরেশন ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি; এনজিওতে সাজিদা ফাউন্ডেশন, ব্রাক ও ঘাসফুল; সার্ভিস সেক্টরে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট; কৃষিতে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো; করপোরেট গভর্নেন্সে ব্যাংক এশিয়া, লংকাবাংলা ফাইন্যান্স ও শাহজালাল ইসলামী ব্যাংক; বিদ্যুৎ ও জ্বালানী খাতে সামিট পাওয়ার এবং অবকাঠামো ও নির্মাণ খাতে পুরস্কৃত হয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।

এসআই/এইচকে

Link copied