যুক্তরাজ্যের ইতিহাসে বাড়ির দাম এখন সর্বোচ্চ

যুক্তরাজ্যে বাড়ি কেনার খরচ দেশটির ইতিহাসে এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ডিসেম্বর মাসের তথ্য অনুযায়ী দেশটিতে একটি বাড়ির দাম পড়ছে গড়ে ২ লাখ ৫৪ হাজার ৮২২ পাউন্ড; বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি টাকার কাছাকাছি।
চলতি বছরের জানুয়ারিতে সেখানে একটি বাড়ি কিনতে যত খরচ পড়তো এখন তার চেয়ে প্রায় ২৪ হাজার পাউন্ড বেশি দাম পড়ছে।
করোনার পর যুক্তরাজ্যের আবাসন খাতের গতি ফেরাতে বিশেষ যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তার মেয়াদ শেষ হয়েছে সেপ্টেম্বরে। এরফলে সামনে বছর বাজার আবার কিছুটা মন্থর হতে পারে। আর করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার বাজার পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
যুক্তরাজ্যের অর্থনীতি স্বাভাবিক ধারায় থাকলেও উচ্চ সুদ হারের একটা প্রভাব আবাসন খাতে থেকে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
মুদ্রাস্ফীতি ঠেকাতে এ মাসের শুরুর দিকে ব্যাংক অব ইংল্যান্ড দেশটিতে সুদের হার বাড়িয়ে দেয়।
বাড়ির দাম সবচেয়ে বেশি বেড়েছে ওয়েলসে। গতবছরের একই সময়ের চেয়ে সেখানে এখন বাড়ির দাম ১৫.৮ শতাংশ বেশি। তবে লন্ডনে গতত বছরের তুলনায় বাড়ি কেনার খরচ বেড়েছে মাত্র ৪.২ শতাংশ।
সূত্র : বিবিসি।
এনএফ
