পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারী বাড়াতে আহ্বান জানালেন শিবলী

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

০২ জানুয়ারি ২০২২, ০৭:৪৫ পিএম


পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারী বাড়াতে আহ্বান জানালেন শিবলী

বিএমবিএর নবনির্বাচিত কমিটি বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে

পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারী বাড়াতে মার্চেন্ট ব্যাংকসহ অন্যান্য স্টেকহোল্ডারদের আরও বেশি কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম। 

রোববার (২ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনাকালে শিবলী রুবায়েত-উল-ইসলাম এ আহ্বান জানান। 

বিএমবিএ সেক্রেটারি মো. গোলাম মোস্তফার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

Dhaka Post

এতে জানানো হয়, সৌজন্য সাক্ষাতে বিএমবিএ এবং বিএসইসির মধ্যে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় হয়। সাক্ষাতকালে বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমানের সঙ্গে ছিলেন নির্বাহী কমিটির প্রথম সহ-সভাপতি অসিত কুমার চক্রর্বতী, দ্বিতীয় সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, মহা-সচিব মো. রিয়াদ মতিন, কোষাধ্যক্ষ মো. আব্দুর রহিম।

আরও উপস্থিত ছিলেন বিএমবিএর কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ ওবায়দুর রহমান, মাহবুব এইচ মজুমদার, মো. হামদুল ইসলাম, নূর আহামেদ এবং মীর মাহফুজুর রহমান।

সাক্ষাতকালে বিএমবিএ সভাপতি পুঁজিবাজার উন্নয়নে মার্চেন্ট ব্যাংকের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এছাড়া পুঁজিবাজারে মানসম্পন্ন কোম্পানি তালিকাভুক্তিকরণ ও করপোরেট করহার নিয়ে আলোচনা হয়। 

এ সময় বিএসইসি চেয়ারম্যান ও কমিশনাররা পুঁজিবাজার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। 

এইচকে

Link copied