অপরিশোধিত চিনি আমদানিতে কর কমেছে

বাজারে চিনির দাম স্বাভাবিক ও সাশ্রয়ী মূল্য ধরে রাখতে অপরিশোধিত চিনি আমদানিতে আগাম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যা শুধুমাত্র ভ্যাট নিবন্ধিত রিফাইনারি প্রতিষ্ঠানগুলো এমন সুবিধা পাবে।
এনবিআরের মূল্য সংযোজন কর শাখা থেকে ২ ফেব্রুয়ারি ইস্যু করা আদেশে অপরিশোধিত চিনি আমদানিতে প্রযোজ্য ৫ শতাংশ আগাম কর মওকুফের কথা বলা হয়েছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় এবং চিনি পরিশোধনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে এনবিআর থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনবিআর সূত্রে জানা যায়, এর আগে বাংলাদেশ ট্যারিফ অ্যান্ড ট্রেড কমিশনও এ সুপারিশ করেছিল। চিনির উৎপাদন পর্যায়ে ভ্যাট না থাকায় আমদানি পর্যায়ে পরিশোধ করা আগাম কর ফেরত পেতে সমস্যা হচ্ছিল। এখন আগাম কর প্রত্যাহার করায় কোম্পানিগুলোর হাতে বাড়তি চলতি মূলধন থাকবে এবং চিনি আমদানি বাবদ মোট ব্যয় কমবে। আগাম কর প্রত্যাহারের পর চিনি আমদানিতে বর্তমানে টন প্রতি তিন হাজার টাকা স্পেসিফিক ডিউটি, ১৫ শতাংশ ভ্যাট, ৩০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক ও ৫ শতাংশ আগাম আয়কর বিদ্যমান থাকবে।
নতুন ভ্যাট আইন অনুযায়ী সংযোজিত মূল্যের ওপরই ভ্যাট আদায় করা হবে। তবে অগ্রিম ভ্যাট আদায় হবে না। কিন্তু অতীতে এনবিআর আমদানি পর্যায়ে অগ্রিম ভ্যাট বা এটিভি আদায় করত। নতুন আইন অনুযায়ী এটিভি আদায় করতে না পারায় বিপুল অঙ্কের রাজস্ব হাতছাড়া হওয়ার আশঙ্কায় অ্যাডভান্স ট্যাক্স নাম দিয়ে এ অর্থ আমদানি পর্যায়ে আদায় করা হচ্ছে বলে ব্যবসায়ীদের অভিযোগ ছিল।
আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে দেশের চিনি পরিশোধনকারী কোম্পানিগুলো পণ্যটির দাম বাড়িয়ে দেয়। এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে চিনির দাম বস্তাপ্রতি ১০০ টাকা বেড়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। টিসিবির তথ্য অনুযায়ী, রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি চিনি ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক মাস আগে যা ছিল ৬২ থেকে ৬৫ টাকা।
আরএম/এসএম