কিউকম গ্রাহকদের আটকে থাকা অর্থ ফেরত দেওয়া শুরু

Dhaka Post Desk

বিশেষ প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২২, ০২:৩০ পিএম


কিউকম গ্রাহকদের আটকে থাকা অর্থ ফেরত দেওয়া শুরু

ই-কমার্স খাতে গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দিতে উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে এই খাতের প্রতিষ্ঠান কিউকমের যেসব ক্রেতা আগাম টাকা পরিশোধ করে পণ্য পাননি তাদের পাওনা অর্থ ফেরত দেওয়া শুরু হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে ফস্টার করপোরেশন লিমিটেডে আটকে থাকা কিউকমের ২০ জন গ্রাহককে ‌৪০ লাখ ২ হাজার ৪০০ টাকা ফেরত দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য সচিব তপণ কান্তি ঘোষ।

অনুষ্ঠানে সচিব বলেন, কিউকম ডট কমে আটকে থাকা গ্রাহকের প্রায় ৫৯ কোটি টাকা ফেরত দেওয়া হবে। এর মাধ্যমে ই-কমার্স ব্যবসায় আটকে থাকা গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। যেসব ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা নেই তাদের সবাইকে টাকা ফেরত দিতে হবে।

তিনি জানান, কিউকম ডট কমে আটকে থাকা ৫৯ কোটি টাকা ফেরত দেওয়া হবে ৬ হাজার ৭২১ জন গ্রাহককে। আজ দেওয়া হলো ২০ জন গ্রাহককে।

অনুষ্ঠানে আটকে থাকা অর্থ ফেরত পেয়ে গ্রাহক শাহাদাত হোসেন বলেন, আমি ভীষণ খুশি হয়েছি। বাণিজ্য মন্ত্রণালয় ই-কমার্স খাতে আটকে থাকা গ্রাহকদের অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে, তাতে অন্য ক্ষতিগ্রস্ত গ্রাহকরা আজ আশান্বিত হবেন।

জানা গেছে, পেমেন্ট গেটওয়ে ফস্টারের কাছে কিউকমের ৩৯৭ কোটি টাকা আটকে আছে। এ টাকার মধ্যে ক্রেতাদের অন্তত ১৬৬ কোটি টাকা রয়েছে, যার বিপরীতে পণ্য ডেলিভারি করেনি ই-কমার্স কোম্পানিটি। ফস্টারের জব্দ করা ব্যাংক অ্যাকাউন্টে এসব টাকা আটকে রয়েছে।

এর আগে যেসব ক্রেতা আগাম টাকা পরিশোধ করেও পণ্য পাননি, তার একটি পূর্ণাঙ্গ তালিকা গত ১০ জানুয়ারির মধ্যে মন্ত্রণালয়ের কাছে জমা দিতে কিউকম ও ফস্টারকে নির্দেশ দেওয়া হয়েছিল। ওই তালিকা অনুয়াযী পর্যায়ক্রমে অর্থ ফেরত দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক ফস্টারের দুটি হিসাব স্থগিত করেছে, যেখানে প্রায় ১৯৪ কোটি টাকা রয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য অনুযায়ী, কিউকমের ছয়টি অ্যাকাউন্টে গ্রাহকরা জমা করেছেন ৭৯০ কোটি টাকা। লেনদেন স্থগিত থাকা এসব অ্যাকাউন্টে স্থিতির পরিমাণ দুই কোটি ৯৭ লাখ টাকা। বাকি টাকা তুলে নিয়েছে কোম্পানিটি।

পিএসডি/এমএইচএস

Link copied