বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আমির, সম্পাদক হালিম

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৪ পিএম


বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আমির, সম্পাদক হালিম

বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি মো. আমির হোসেন এবং সাধারণ সম্পাদক মো. আবদুল হালিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি ) এক বার্তায় এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে। সম্প্র‌তি প্রধান নির্বাচন কমিশনার বিসিকের পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) মোহাম্মদ জাকির হোসেন সরকারিভাবে নির্বাচনের চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করেন। 

গত ৬ ফেব্রুয়ারি বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন নির্বাচনে ২টি পরিষদের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। তবে আমির ও হালিমের পক্ষ থেকে মনোনয়ন জমা দেয় একটি পরিষদ। অন্য একটি পরিষদের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা না পড়ায় আমীর-হালিম পরিষদকে বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। 

সরকারিভাবে ঘোষিত চূড়ান্ত ফলাফলে মোট ২০ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নির্বাচিতরা হলেন : সভাপতি মো. আমির হোসেন, সহ-সভাপতি মো. ইউনুছ, সহ-সভাপতি (সংরক্ষিত) মো. খুরশিদুল আলম, সাধারণ সম্পাদক মো. আবদুল হালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার ও সাংগঠনিক সম্পাদক জান্নাতুল নাইম, দপ্তর সম্পাদক মো. শরীফ রানা, অর্থ সম্পাদক মো. বাবুল হোসন, সাংস্কৃতিক সম্পাদক শেখ মো. আব্দুল হক, ক্রীড়া সম্পাদক মো. শুক্কুর খান (তুহিন), সমাজ কল্যাণ সম্পাদক মো. আক্তারুজ্জামান খান, সদস্য (৭) মো. মাহবুব আলম, মোহাম্মদ ছাইদুর রহমান ভূঞা, লায়লা শারমিন, খাদিজা, মো. ওমর ফারুক, মো. হারুন অর রশিদ, মো. আবদুর রহিম ও সদস্য সংরক্ষিত (২) মো. নিজাম উদ্দিন, মনোয়ারা বেগম।

বিসিক পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) মোহাম্মদ জাকির হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন।

এসআই/এসকেডি

Link copied