‘৪র্থ শিল্পবিপ্লব মোকাবিলায় বেসরকারিখাতে গবেষণা জরুরি’

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৩ পিএম


‘৪র্থ শিল্পবিপ্লব মোকাবিলায় বেসরকারিখাতে গবেষণা জরুরি’

উন্নয়নশীল দেশ ও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বেসরকারিখাতের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে সক্ষমতা বাড়ানো জরুরি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শনিবার (৬ ফেব্রুয়ারি) ‘ইফেকটিভ পার্টনারশিপ উইথ দ্যা প্রাইভেট সেক্টর ফর সাসটেইনেবল গ্রাজুয়েশন’ শীর্ষক একটি অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অর্থমন্ত্রী। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কর্মশালাটির আয়োজন করে। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার। এছাড়া সম্মানিত অতিথি ছিলেন এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের সভাপতি জুয়েনা আজিজ।

অর্থমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হবে বাংলাদেশের জন্য একটি গৌরবের বিষয়। এর ফলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার সফল বাস্তবায়ন হবে। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের স্বীকৃতি পাবে বাংলাদেশ।

অর্থমন্ত্রী বলেন, এরইমধ্যে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছি। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, আইসিটি, ব্লক চেইন ইত্যাদি ব্যবহার করে আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। না হলে অন্যদেশের তুলনায় আমরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব। এ বিষয়ে প্রাইভেট সেক্টরের দক্ষতা উন্নয়নে সাপোর্ট টু সাসটেইনেবল গ্রাজুয়েশন প্রকল্প থেকে কীভাবে প্রাইভেট সেক্টরকে সহায়তা করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এসআর/জেডএস

Link copied