পিএসও লাইসেন্স পেল সফটটেক ইনোভেশন

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৫ পিএম


পিএসও লাইসেন্স পেল সফটটেক ইনোভেশন

প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান সফটটেক ইনোভেশন লি‌মি‌টেড‌কে পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) লাইসেন্স দি‌য়ে‌ছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের কাছে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশন ২০১৪-এর অধীনে ই-কমার্স লেনদেন সম্পাদনে সফটটেক ইনোভেশন লি‌মি‌টেড‌কে দে‌শের অভ্যন্ত‌রে ‘আমার পে’ মার্চেন্ট অ্যাগ্রিগেটর সেবা দেওয়ার জন্য এ লাইসেন্স দেওয়া হয়েছে।

জানা গে‌ছে, আগে কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়াই অনেক প্রতিষ্ঠান ই-ওয়ালেট সেবা দিয়ে আসছিল। এ কারণে কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়া পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) কোনো ধরনের সেবা না দেওয়ার জন্য ২০২০ সালের ৬ মার্চ ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে এসব প্রতিষ্ঠানের কোনো ব্যাংক অ্যাকাউন্ট না রাখতে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।

মুদ্রা ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত ও প্রতারণা থেকে গ্রাহকদের রক্ষায় এমন ‌নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে ব‌লে জানান কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে ই-ওয়ালেট সেবার দেওয়ার জন্য আইপে সিস্টেমস লিমিটেডকে বাংলাদেশ ব্যাংক প্রথম পিএসপি লাইসেন্স দেয়। দেশের প্রথম অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মটি আইপে নামে পরিচিত।

কেন্দ্রীয় ব্যাংক এ পর্যন্ত ৯টি প্রতিষ্ঠানকে পিএসপি ও পিএসও লাইসেন্স দিয়েছে। আইপে সিস্টেম, ডি মানি ও রিকারশন ফিনটেক পেয়েছে পিএসপি লাইসেন্স। আর পিএসও লাইসেন্স আছে আইটি কনসালট্যান্ট, এসএসএল কমার্স, সূর্যমুখী লিমিটেড, পো‌র্টো‌নিক্স লি‌মি‌টেড ও ওয়ালেটমিক্স লিমিটেড। আর নতুন পিএসও লাইসেন্স পেল সফটটেক ইনোভেশন লিমিটেড।

এছাড়া মোবাইলে আর্থিক সেবা (এমএফএম) দেওয়া প্রতিষ্ঠানগুলোও কেনাকাটা, বিল পরিশোধ ও লেনদেন সুবিধা দিয়ে থাকে।

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়ে এখন ১৩টি ব্যাংক এ সেবা দিচ্ছে। এগুলো হলো ব্র্যাক ব্যাংকের বিকাশ, ডাচ-বাংলা ব্যাংকের রকেট, ইসলামী ব্যাংকের এম ক্যাশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইউক্যাশ, সাউথইস্ট ব্যাংকের টেলিক্যাশ, ওয়ান ব্যাংকের ওকে, মার্কেন্টাইল ব্যাংকের মাই ক্যাশ, প্রাইম ব্যাংকের প্রাইম ক্যাশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের স্পট ক্যাশ, ট্রাস্ট ব্যাংকের মোবাইল মানি, মেঘনা ব্যাংকের ট্যাপ এন পে। এছাড়া ‘সোনালী ই সেবা’ নামের মোবাইল অ্যাপ চালু করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক।

এসআই/আইএসএইচ

Link copied