বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ারের নির্বাচন অনুষ্ঠিত

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩১ মার্চ ২০২২, ০৪:০৬ এএম


বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ারের নির্বাচন অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচিত অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। বুধবার (৩০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকে এ নির্বাচন হয়। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নীল দল। সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের বিপরীতে ১১টিতেই তাদের দলীয় প্রার্থী জয়লাভ করেন।

এতে সভাপতি পদে মহাব্যবস্থাপক এইচ এম দেলোয়ার হোসাইন, সহ-সভাপতি পদে যুগ্ম-পরিচালক তানভীর আহমেদ ও উপ-মহাব্যবস্থাপক জয়দেব চন্দ্র বণিক নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

সাধারণ সম্পাদক পদে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন যুগ্ম পরিচালক এ কে এম মাসুম বিল্লাহ এবং সহ-সাধারণ সম্পাদক পদে যুগ্ম-পরিচালক গোলাম মোস্তফা শ্রাবণ ও যুগ্ম-পরিচালক এ ইউ এম মান্না ভূইয়া নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

কোষাধ্যক্ষ পদে জয়ী হ‌য়ে‌ছেন যুগ্ম-পরিচালক মো. জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক নির্বা‌চিত হ‌য়ে‌ছেন উপ পরিচালক তানবীর এহসান শোভন, প্রচার সম্পাদক পদে উপ পরিচালক মো. আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে উপপরিচালক মো. তৌফিকুর রহমান নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

এছাড়া সদস্য পদে উপ-পরিচালক মনসুর আহম্মেদ রনি, সহকারী পরিচালক শারমিন আক্তার স্মৃতি, সহকারী পরিচালক শারমিন সুলতানা তুষা, উপপরিচালক মো. সাগর সরকার ও সহকারী পরিচালক সাবেকুন নাহার শিরিন জয়লাভ করেন।

অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল কেন্দ্রীয় ব্যাংকের সহকারী পরিচালক থেকে নির্বাহী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের সর্বোচ্চ সংগঠন ।

এসআই/আইএসএইচ

Link copied